1. live@www.dainikbangladeshpratidin.online : দৈনিক বাংলাদেশ প্রতিদিন : দৈনিক বাংলাদেশ প্রতিদিন
  2. info@www.dainikbangladeshpratidin.online : দৈনিক বাংলাদেশ প্রতিদিন :
মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ০৬:০২ অপরাহ্ন
শিরোনাম :
অবরোধকালে মুরাদপুরে সংঘর্ষের ঘটনায় গ্রেপ্তার ১২ তানোরে অসহায় কৃষকের জমি জবরদখল” (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ। রামপালে নবনির্বাচিত এ্যাড হক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয় ১৩ ঘন্টা অভিযান পরিচালনা করে ১টি বন্দুক,১টি দেশীয় রাইফেল ও ৬টি ওয়ান শ্যুটার গানসহ মাইক্রোবাসে থাকা ০২ জন আসামী গ্রেফতার। টেকনাফে কোস্ট গার্ড ও র‌্যাবের যৌথ অভিযানে প্রায় ৪ কোটি টাকা মূল্যের ১ লক্ষ ২০ হাজার পিস ইয়াবা ও ৫০ লিটার দেশীয় মদসহ ২ জন মাদক কারবারি আটক মুসলিমদের দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ বা সালাত আদায়ে ইহকাল সুখ ,শান্তি এবং পরকালে মুক্তির বার্তা দেয় – চট্টগ্রাম বন্দরে রপ্তানীমুখী কন্টেইনার স্ক্যানারের কার্যক্রম পুনরায় চালু মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সকল সমস্যার সমাধান মহা পবিত্র আল কুরআনে – সুবর্ণচর এক্সপ্রেস’ দ্রুত চালুর দাবিতে নোয়াখালীতে রেলপথ অবরোধ ভাঙ্গায় ৩১ দফা বাস্তবায়ন ও দ্রুত নির্বাচনের দাবিতে বিএনপি’র জনসভা অনুষ্ঠিত

চট্টগ্রামে কারাগারে মৃত্যু : রহস্যময়

জাতীয় দৈনিক বাংলাদেশ প্রতিদিন সম্পাদক ও প্রকাশক সাংবাদিকঃ মোং রিদুয়ান চৌধুরী 01307869794
  • প্রকাশিত: শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫
  • ৪৬ বার পড়া হয়েছে

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে ফারজান হোসেন সজীব (৩৬) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে।
আজ ২৫ এপ্রিল শুক্রবার দুপুরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর তাকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মৃত ফারজান হোসেন সজীব, নগরের বকশিরহাট এলাকার রামজয় মহাজন লেইনের বাসিন্দা মো. রফিকের ছেলে। তাদের গ্রামের বাড়ি কুমিল্লা জেলায়।
ফারজান হোসেন সজীবের চাচা আবু তালেব বলেন, সজীবকে মারধর করে হত্যা করা হয়েছে। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের বহু কালো দাগ রয়েছে।
বেলা পৌনে ১২টার দিকে কারাগার থেকে কল দিয়ে সজীব স্ট্রোক করে বলে জানিয়েছিলেন। কিছুক্ষণ পরে চিকিৎসার জন্য ২০ হাজার টাকা দাবি করা হলে সজীবকে মোবাইল ফোনে কথা বলিয়ে দেওয়ার অনুরোধ করা হলে দিতে পারিনি।
৩০ মিনিট পরে সজীবের মৃত্যু হয়েছে বলে কারাগার থেকে জানানো হয়। আমাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চলে আসতে বলেন। মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে।
তিনি আরও বলেন, সজীব কোনো রাজনীতির সঙ্গে জড়িত নয়। দলীয় পদ-পদবি নেই। বকশিরহাট এলাকা থেকে আড্ডা দেওয়ার সময় টহল পুলিশ থানায় নিয়ে গিয়ে ছিল। থানা থেকে ডাকাতির মামলায় কারাগারে ছিলেন।
গত ২৬ মার্চ রাতে নগরের কোতোয়ালী থানা পুলিশের অভিযানে সজীবকে গ্রেপ্তার করা হয়। পরদিন তাকে ডাকাতির প্রস্তুতির একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজিরের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার ইকবাল হোসেন জানান, আজ (শুক্রবার) সকালে সজীব কারাগারের যমুনা ভবনের সাত নম্বর ওয়ার্ডে বুকে ব্যাথা অনুভব করার কথা জানান। পরে কারাগারে প্রাথমিক চিকিৎসা শেষে সজিবকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক হৃদরোগে আক্রান্ত হয়ে সজীবের মৃত্যু হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।
তিনি আরও জানান, গত ২৭ মার্চ থেকে যমুনা ভবনের সাত নম্বর ছিলেন। পরিবারের অভিযোগের প্রেক্ষিতে যমুনা ভবনের সাত নম্বর সেলে গিয়ে তদন্ত করা হয়েছে। সেখানে সকালে মারামারির কোনো অভিযোগ বা প্রমাণ পাইনি। অসুস্থ সজীব নিজে হেঁটে কারা হাসপাতালে গিয়েছিল। চমেক হাসপাতালে নেওয়ার পর গাড়ি থেকে নেমে সে হেঁটেই হাসপাতালে ঢুকেছিল। তবে পরিবার ও তার স্ত্রী দাবি করে জানান, সজীবকে নির্যাতন করে হত্যা করা হয়েছে। তারা এ নারকীয় হত্যার বিচারের দাবি জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট