1. live@www.dainikbangladeshpratidin.online : দৈনিক বাংলাদেশ প্রতিদিন : দৈনিক বাংলাদেশ প্রতিদিন
  2. info@www.dainikbangladeshpratidin.online : দৈনিক বাংলাদেশ প্রতিদিন :
মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ১২:২৪ অপরাহ্ন
শিরোনাম :
তানোরে অসহায় কৃষকের জমি জবরদখল” (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ। রামপালে নবনির্বাচিত এ্যাড হক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয় ১৩ ঘন্টা অভিযান পরিচালনা করে ১টি বন্দুক,১টি দেশীয় রাইফেল ও ৬টি ওয়ান শ্যুটার গানসহ মাইক্রোবাসে থাকা ০২ জন আসামী গ্রেফতার। টেকনাফে কোস্ট গার্ড ও র‌্যাবের যৌথ অভিযানে প্রায় ৪ কোটি টাকা মূল্যের ১ লক্ষ ২০ হাজার পিস ইয়াবা ও ৫০ লিটার দেশীয় মদসহ ২ জন মাদক কারবারি আটক মুসলিমদের দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ বা সালাত আদায়ে ইহকাল সুখ ,শান্তি এবং পরকালে মুক্তির বার্তা দেয় – চট্টগ্রাম বন্দরে রপ্তানীমুখী কন্টেইনার স্ক্যানারের কার্যক্রম পুনরায় চালু মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সকল সমস্যার সমাধান মহা পবিত্র আল কুরআনে – সুবর্ণচর এক্সপ্রেস’ দ্রুত চালুর দাবিতে নোয়াখালীতে রেলপথ অবরোধ ভাঙ্গায় ৩১ দফা বাস্তবায়ন ও দ্রুত নির্বাচনের দাবিতে বিএনপি’র জনসভা অনুষ্ঠিত মহাদেবপুরে ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সাইকেল আরোহীর মৃত্যু

তানোরে প্রশাসনের অনুমতি ব্যতিরেকে পুকুর ভরাট!

জাতীয় দৈনিক বাংলাদেশ প্রতিদিন সম্পাদক ও প্রকাশক সাংবাদিকঃ মোং রিদুয়ান চৌধুরী 01307869794
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
  • ৬৪ বার পড়া হয়েছে

 

তানোর (রাজশাহী) প্রতিনিধিঃ জাকির হোসেন-টুটুল।

রাজশাহীর তানোর উপজেলার তালন্দ ইউনিয়নের (ইউপি) লসিরামপুর মাঠে ইউপি ভুমি কর্মকর্তার যোগসাজেশে ধনাবাড়ি- দেয়ালকুড়ি নামক প্রায় ১ (এক) একর আয়তনের একটি পুকুর ভরাট করা হচ্ছে। উপজেলা ভূমি কর্মকর্তার প্রশাসনিক কোনো অনুমতি ছাড়াই নীতিমালা লঙ্ঘন করে অবৈধভাবে এই পুকুর ভরাট করা হচ্ছে বলে জানা গেছে।

এছাড়াও পুকুর ভরাট করতে গিয়ে পরিবেশের ভারসাম্য ক্ষতিগ্রস্ত হতে পারে জেনেও পুকুর পাড়ের কয়েকটি তাজা গাছ কাটা হয়েছে বলে একাধিক সুত্র নিশ্চিত করেছে।

স্থানীয় জনগণ ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, কৃষি জমিতে একবার পুকুর খনন আবার সেই পুকুর ভরাট করা রীতিমতো মাটির গুণগত মান ধংশ করা ও ভূমি সংস্কার আইন বহির্ভূত। স্থানীয় সুশীল সমাজের সচেতন ব্যক্তিগণ পুকুর ভরাট বন্ধের পাশাপাশি, ভূমিদস্যুর শাস্তির দাবি জানান।

জানা গেছে, নীতিমালা অনুযায়ী জমির শ্রেণী পরিবর্তন করা বন্ধ রয়েছে। কোথাও কোনো পুরাতন পুকুর খনন করতে চাইলে তা যথাযথ নিয়ম মেনে উপজেলা প্রশাসনের কাছে আবেদন করে তারপর অনুমোদন নিতে হয়।
প্রাকৃতিক জলাধার সংরক্ষণ আইন, ২০০০ অনুযায়ী, কোনো পুকুর, জলাশয়, খাল ও লেক ভরাট করা শাস্তিযোগ্য অপরাধ। পরিবেশ সংরক্ষণ আইনেও (২০১০ সালে সংশোধিত) যেকোনো ধরনের জলাশয় ভরাট করা নিষিদ্ধ।
এবিষয়ে জানতে চাইলে বাবলু নামে এক ব্যক্তি নিজেকে পুকুর মালিক দাবি করে বলেন, এটা পুকুর নয় এই জমির শ্রেণী কৃষি। তিনি বলেন, কয়েক বছর আগে কৃষি জমিতে পুকুর খনন করা হয়েছিল, এখন সেটা ভরাট করা হচ্ছে, তাই এখানে প্রশাসনের অনুমতি নেয়ার কোনো প্রয়োজন নেই। তিনি বলেন, ইউপি ভুমি কর্মকর্তা তহসিলদার বিষয়টি জানেন।

এ বিষয়ে সুশাসনের জন্য নাগরিক (সুজন) তানোর উপজেলা শাখার সভাপতি মফিজ উদ্দিন বলেন, মুক্ত জলাশয় উদ্ধার করা না গেলে পরিবেশের চরম বিপর্যয় ঘটবে। তিনি বলেন, দুঃখজনক হলেও সত্য সব জেনে বুঝেও তারা এমন কাজ করেছে, তাই পুকুরের এসব মাটি দ্রুত অপসারণ করা প্রয়োজন।

এবিষয়ে ইউপি ভুমি অফিসের কর্মকর্তা (তহসিলদার) তানভির বলেন, তিনি কিছুই জানেন না এবিষয়ে ইউএনও মহোদয়কে অবগত করা হবে। তিনি বলেন, ইউএনও মহোদয়ের নির্দেশনা অনুযায়ী কাজ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট