মোঃ ইকরামুল হক রাজীব
বিশেষ প্রতিনিধি
বাগেরহাটে দুই দিনব্যাপী (২৬ ও ২৭ এপ্রিল) যুব সাংবাদিকদের নিয়ে যৌন অধিকার ও প্রজনন স্বাস্থ্য অধিকার রিপোর্টিং বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৭ এপ্রিল) এ কর্মশালার শেষ দিন অনুষ্ঠিত হয়। এ কর্মশালা হোটেল ধানসিড়ি অডিটোরিয়ামে ব্রাকের অর্থায়ন ও সহোযোগিতায় অনুষ্ঠিত হয়। এ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন ৭১ টেলিভিশনের সিনিয়র রিপোর্টার শাহনাজ শারমিন। এছাড়াও উপস্থিত ছিলেন ব্রাক এর এরিয়া কোঅর্ডিনেটর জিল্লুর রহমান।
এ কর্মশালয় বাগেরহাট জেলা থেকে ১০ জন সাংবাদিক ও খুলনা জেলার ডুমুরিয়া উপজেলা থেকে দশ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।
এ কর্মশালায় যৌন অধিকার, প্রজনন স্বাস্থ্য, গর্ভপাত ও এর সম্পর্কিত আইন, ধর্ষণ সম্পর্কিত আইন ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়।