মোঃ ইকরামুল হক রাজিব
বিশেষ প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাটের পিলজংগ ইউনিয়নের বৈলতলী ঢালী পাড়া এলাকায় জমাজমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে
প্রতিপক্ষের হামলায় মা মেয়ে ও পুত্র সহ চারজন আহত হয়েছেন। এদের মধ্যে মা মনজিলা বেগম (৪৫)কে উপজেলা
সরকারী হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়। বুধবার (৩০) এপ্রিল সকালে
এই সংঘর্ষের ঘটনা ঘটে। এঘটনায় ফকিরহাট মডেল থানায় ১টি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ভুক্তভোগী
মোস্তাব ঢালী ও হাসপাতাল সুত্রে জানা যায়, জমাজমি সংক্রান্ত বিষয় নিয়ে ইষারাৎ ঢালীর সাথে বিরোধ চলে
আসছিল। ঘটনার দিন সকালে তুচ্ছ ঘটনা নিয়ে প্রতিপক্ষের লোকেরা তাদের উপর হামলা চালিয়ে গুরুত্বর আহত করে।
আহতরা হলেন, তার স্ত্রী মনজিলা বেগম, পুত্র বাতশা ঢালী, আহাদ ঢালী ও কন্যা হিরা বেগম। এদের মধ্যে তার স্ত্রী গুরুত্বর
হওয়ায় তাঁকে উপজেলা সরকারী হাসপাতালে ভর্তি করা হয়েছে। এঘটনায় তার পুত্র বাতশা ঢালী বাদী হয়ে থানায়
১টি লিখিত অভিযোগ দায়ের করেছেন।