1. live@www.dainikbangladeshpratidin.online : দৈনিক বাংলাদেশ প্রতিদিন : দৈনিক বাংলাদেশ প্রতিদিন
  2. info@www.dainikbangladeshpratidin.online : দৈনিক বাংলাদেশ প্রতিদিন :
রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
জিনাইগাতীতে ইসমাইলের পরিবারের খোঁজখবর নিলেন সাবেক সফল চেয়ারম্যান বাদশা বেলকুচি সরকারি কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত বেলকুচি ১ নং সদর ইউনিয়ন ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্মী সম্মেলন অনুষ্ঠিত- বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), পাবলিক হেলথ বিভাগ (জিইউবি), পজিটিভ প্লাস ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত। ১৭ বছর তরুণদের হাতে অস্ত্র তুলে দিয়ে রাজনৈতিক হাতিয়ার করা হয়েছিল কৃষিবিদ শামিম শ্রীপুরে বিধবা নারীর ৯ মাস ধরে চলাচলের রাস্তা অবরুদ্ধ গোবিন্দগঞ্জে সাবেক ইউপি সদস্য জহুরুল ইসলামের রহস্য জনক ম*’ত্যু শেরপুরে পাহাড়ি ঢলে নিখোঁজ আরো এক তরুণের মরদেহ উদ্ধার চট্টগ্রামে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার! শ্রীবরদী ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের নতুন কমিটি গঠন লেবানুস চেয়ারম্যান ও জীবন সেক্রেটারি

সিরাজগঞ্জে আয়না ঘর থেকে ছয় মাস পর মুক্তি পেলেন নিখোঁজ শিল্পী খাতুন ও বৃদ্ধ আব্দুল জুব্বার

জাতীয় দৈনিক বাংলাদেশ প্রতিদিন সম্পাদক ও প্রকাশক সাংবাদিকঃ মোং রিদুয়ান চৌধুরী 01307869794
  • প্রকাশিত: শুক্রবার, ২ মে, ২০২৫
  • ১৭১ বার পড়া হয়েছে

 

মোঃ শহিদুল ইসলাম খান সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের রায়গঞ্জে রহস্যময় ‘আয়না ঘর’ থেকে ছয় মাস নিখোঁজ থাকা দুই ব্যক্তি—শিল্পী খাতুন ও বৃদ্ধ আব্দুল জুব্বার—অবশেষে অক্ষত অবস্থায় উদ্ধার হয়েছেন। শুক্রবার (২রা মে) ভোররাতে উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের সোনারাম পূর্বপাড়া গ্রামে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে।

মুক্তিপ্রাপ্ত শিল্পী খাতুন রায়গঞ্জ উপজেলার লক্ষীবিষ্ণুপ্রসাদ গ্রামের মুনসুর আলীর স্ত্রী। অপরজন, বৃদ্ধ আব্দুল জুব্বার, পূর্বপাইকড়া গ্রামের মৃত রুস্তম শেখের পুত্র। পরিবার জানায়, তাঁরা দীর্ঘ ছয় মাস ধরে নিখোঁজ ছিলেন এবং এ বিষয়ে থানায় অভিযোগ দায়ের করা হয়েছিল।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, চান্দাইকোনা ইউনিয়নের সোনারাম পূর্বপাড়া গ্রামের জহুরুল ইসলামের ছেলে সুমনের বাড়ির একটি ঘরে তাঁদের আটকে রাখা হয়। এই ঘরটি স্থানীয়দের কাছে ‘আয়না ঘর’ নামে পরিচিত। সেখানে একটি সংঘবদ্ধ চক্র তাঁদের জিম্মি করে রেখেছিল বলে অভিযোগ।

ভুক্তভোগীরা জানান, শুক্রবার রাত তিনটার দিকে তাহারা একটি ধারালো কাঁচি দিয়ে মাটি খুঁড়ে সুরঙ্গ তৈরি করেন আয়না ঘর থেকে পালিয়ে আসেন। পরবর্তীতে তাঁদের দেয়া তথ্যের ভিত্তিতে পুলিশ, সেনাবাহিনী, সংবাদকর্মী ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছায় এবং ঘরটি ঘিরে ফেলে।

এ সময় চক্রের একজন সদস্য, নাজমুল ইসলাম আরফাতকে জিজ্ঞাসাবাদের জন্য গোয়েন্দা সংস্থার সদস্যরা আটক করে নিয়ে যান।

রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান জানান, “ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। নিখোঁজ ব্যক্তিদের পরিবারের পক্ষ থেকে পূর্বে অভিযোগ করা হয়েছিল। প্রাথমিক তদন্তে একটি সংঘবদ্ধ চক্রের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে এবং তদন্ত অব্যাহত রয়েছে।”

এই ঘটনায় এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্য বিরাজ করছে। স্থানীয়রা দাবি করছেন, আয়না ঘর নিয়ে দীর্ঘদিন ধরেই নানা রহস্যময় গুঞ্জন ছিল। ঘটনাটি উদঘাটনের মাধ্যমে অনেক প্রশ্নের উত্তর মিলবে বলে তাঁরা আশা প্রকাশ করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট