মোঃ ইকরামুল হক রাজিব
বিশেষ প্রতিনিধি
বাগেরহাটের রামপাল উপজেলার রাজনগর ইউনিয়ন এ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির গবেষণা বিষয়ক সম্পাদককৃষিবিদ শামীমুর রহমান শামীম এর ছোট ফুফু মৃত্যুবরণ করেন।
(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন )
হাফেজ মুফতি শফিকুল ইসলাম
এর ইমামতিতে
মরহুমের জানাজার নামাজ রাজনগর গ্রামের মসজিদ সংলগ্ন তার নিজস্ব বাসভবনে অনুষ্ঠিত হয়।
উক্ত জানাজার নামাজে উপস্থিত থাকেন ।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জাতীয় নির্বাহী কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামিমুর রহমান শামীম I
আহবায়ক রামপাল উপজেলা বিএনপি মোহাম্মদ হাফিজুর রহমান তুহিন ,
হাফেজ মাওলানা মুশফিকুর রহমান শাহিন সহ-বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ,স্থানীয় মুসলিম উন্মাগন , ও পরিবারের আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষী গণ এ সময় উপস্থিত ছিলেন I
উক্ত জানাজার নামাজে
কৃষিবিদ শামীমুর রহমান শামীম বলেন আমার এই ছোট ফুফুকে আমি ছোটবেলা থেকে দেখেছি কত ধার্মিক ছিলো , কত বিনয়ী ছিলো , মানুষকে কতটা ভালবাসতেন।
অত্যন্ত বিনয়ী এবং সদাআলাপি ছিলেন আমার ছোট ফুফু মানুষের সাথে অত্যন্ত বিনয়ের সাথে কথা বলতেন , তিনি অত্যন্ত ফরহেজগার ছিলেন , সর্বসময় জিকির আজগার করতেন পাঁচ ওয়াক্ত নামাজের ফাঁকে তাহাজ্জত নামাজের ফাঁকে ফাঁকে কোরআন তেলাওয়াত করতেন জিকির আজগার করতেন I
যখনই সময় পাইতেন কোরআন তেলাওয়াত , জিকির আজগারে মশগুল থাকতেন ,মানুষের সাথে অত্যন্ত বিনয়ী ব্যবহার করতেন এবং আতীয়োতার কোন কমতি ছিল না তার কাছে ,মানুষকে অনেক ভালোবাসতেন তাই তার আচার-আচরণে চলার পথে যদি কখনো কোন ভুল করে থাকে তাহলে আল্লাহর ওয়াস্তে আপনারা ক্ষমা করে দিবেন I
আপনারা সবাই আমার ছোট ফুফুর জন্য দোয়া করবেন ,মহান আল্লাহ পাক রাব্বুল আল-আলামিন তার জীবনের সকল ভুল ত্রুটি ক্ষমা করে কামাল গুলোকে কবুল করেন এবং আমার ছোট ফুফুকে যেন জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন।