1. live@www.dainikbangladeshpratidin.online : দৈনিক বাংলাদেশ প্রতিদিন : দৈনিক বাংলাদেশ প্রতিদিন
  2. info@www.dainikbangladeshpratidin.online : দৈনিক বাংলাদেশ প্রতিদিন :
রবিবার, ২৭ জুলাই ২০২৫, ১০:১৯ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীপুরে জুলাই বিপ্লবে মাদ্রাসা শিক্ষার্থীদের’ রেজিস্টেন্স সম্মাননা প্রদান শ্রীপুরে শ্রমিকদের ১০ দফা দাবি মহাসড়ক অবরোধ, পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ শ্রীপুরে পৌর বিএনপির উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত ক্লিন বাংলাদেশের ব্যতিক্রমী কর্মসূচিতে মেয়রের আহ্বান: “সবুজ নগর গঠনে গাছই আমাদের ভবিষ্যৎ” জামায়াত নেতার বক্তব্যের উদ্ধৃতি দিয়ে প্রশংসা করলেন পরিবেশ উপদেষ্টা অযত্ন-অবহেলায় হারিয়ে যাচ্ছে নীলফামারীর ঐতিহাসিক হরিশ্চন্দ্র রাজার বাড়ি নীলফামারীতে শামসুন নাহার হত্যাকান্ডের গ্রেপ্তার প্রধান আসামি এক বছরে বিএনপির আয় ১১ কোটি টাকা: নির্বাচন কমিশনে আয়-ব্যয়ের হিসাব দিলেন রিজভী রজায়ী যুব তরিকত কমিটির ঐতিহাসিক সমাবেশ ও জশনে জুলুস ৬ রবিউল আউয়াল ৩০ আগস্ট শেখ হাসিনার উত্তরসূরি জয়, চূড়ান্ত হলো আ’লীগের নতুন নেতৃত্ব : ঘোষণা শীঘ্রই

বোয়ালমারীতে বাছুর বিতরণে ঘুষ লেনদেনের অভিযোগ, প্রাপ্য থেকে বঞ্চিত দরিদ্র মাছচাষীরা।

জাতীয় দৈনিক বাংলাদেশ প্রতিদিন প্রত্রিকার সম্পাদক ও প্রকাশক সাংবাদিকঃ মোং রিদুয়ান চৌধুরী 01307869794,01783309708
  • প্রকাশিত: শুক্রবার, ১৬ মে, ২০২৫
  • ৯৮ বার পড়া হয়েছে

রাকিবুল ইসলাম তুরান
রিপোর্টার :ফরিদপুর

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় মৎস্য অফিসের উদ্যোগে দরিদ্র মাছচাষীদের সহায়তায় বিনামূল্যে ৭৫টি বাছুর বিতরণের কথা থাকলেও, বাস্তবে সেই বাছুরগুলো গরীব ও প্রকৃত প্রাপকদের না দিয়ে ঘুষের বিনিময়ে বিতরণ করা হয়েছে—এমন অভিযোগ উঠেছে উপজেলা মৎস্য অফিসের কর্মকর্তাদের বিরুদ্ধে।

স্থানীয় একাধিক সূত্র জানায়, প্রতিটি বাছুর প্রদানের ক্ষেত্রে ১৫ থেকে ২০ হাজার টাকা পর্যন্ত ঘুষ নেয়া হয়েছে। অথচ প্রকল্পের নিয়ম অনুযায়ী, কোনো অর্থ ছাড়াই এসব বাছুর দরিদ্র, দুঃস্থ ও অভাবী মাছচাষীদের মাঝে বিতরণ করার কথা ছিল।

অভিযোগ রয়েছে, যাদের প্রকৃতপক্ষে এই সহায়তা পাওয়ার কথা ছিল, তাদের নাম তালিকায় অন্তর্ভুক্তই করা হয়নি। বরং অর্থের বিনিময়ে এমন লোকদের বাছুর দেয়া হয়েছে, যারা প্রকৃত সুবিধাভোগী নয়।

এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক এক অভাবী মাছচাষী বলেন, “আমি আবেদন করেছিলাম, কিন্তু আমাকে বাছুর দেওয়া হয়নি। পরে শুনি, টাকার বিনিময়ে অন্যদের দিয়ে দিয়েছে। আমার মতো গরীবরা তো কোনো দিনই কিছু পায় না।”

এই ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভ বিরাজ করছে। তারা বলছেন, বোয়ালমারীর মৎস্য অফিসের দুর্নীতির ইতিহাস নতুন কিছু নয়। প্রাণিসম্পদ অফিস ও ফুড অফিসেও একই ধরনের অনিয়ম চলছে বলে অভিযোগ রয়েছে।

একজন স্থানীয় রাজনৈতিক কর্মী বলেন, “যারা ভাবেন দুর্নীতি আগের সরকারের আমলেই হতো, এখন সব ঠিক হয়ে গেছে, তারা সরোজমিনে এ ধরনের ঘটনা দেখলে উপলব্ধি করবেন বাস্তব চিত্রটা আসলে কেমন।”

তবে মৎস্য অফিসের কোনো কর্মকর্তা এ বিষয়ে মুখ খুলতে চাননি। যোগাযোগ করা হলে একজন কর্মকর্তা বলেন, “এ ব্যাপারে আমার কিছু জানা নেই, খোঁজ নিয়ে বলতে পারবো।”

এ বিষয়ে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় ভুক্তভোগীরা। তারা সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তির দাবি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট