1. live@www.dainikbangladeshpratidin.online : দৈনিক বাংলাদেশ প্রতিদিন : দৈনিক বাংলাদেশ প্রতিদিন
  2. info@www.dainikbangladeshpratidin.online : দৈনিক বাংলাদেশ প্রতিদিন :
রবিবার, ২৭ জুলাই ২০২৫, ১০:১৫ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীপুরে জুলাই বিপ্লবে মাদ্রাসা শিক্ষার্থীদের’ রেজিস্টেন্স সম্মাননা প্রদান শ্রীপুরে শ্রমিকদের ১০ দফা দাবি মহাসড়ক অবরোধ, পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ শ্রীপুরে পৌর বিএনপির উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত ক্লিন বাংলাদেশের ব্যতিক্রমী কর্মসূচিতে মেয়রের আহ্বান: “সবুজ নগর গঠনে গাছই আমাদের ভবিষ্যৎ” জামায়াত নেতার বক্তব্যের উদ্ধৃতি দিয়ে প্রশংসা করলেন পরিবেশ উপদেষ্টা অযত্ন-অবহেলায় হারিয়ে যাচ্ছে নীলফামারীর ঐতিহাসিক হরিশ্চন্দ্র রাজার বাড়ি নীলফামারীতে শামসুন নাহার হত্যাকান্ডের গ্রেপ্তার প্রধান আসামি এক বছরে বিএনপির আয় ১১ কোটি টাকা: নির্বাচন কমিশনে আয়-ব্যয়ের হিসাব দিলেন রিজভী রজায়ী যুব তরিকত কমিটির ঐতিহাসিক সমাবেশ ও জশনে জুলুস ৬ রবিউল আউয়াল ৩০ আগস্ট শেখ হাসিনার উত্তরসূরি জয়, চূড়ান্ত হলো আ’লীগের নতুন নেতৃত্ব : ঘোষণা শীঘ্রই

পাবনায় মুক্তিযোদ্ধাদের নামের স্থাপনার নাম পরিবর্তনে তীব্র প্রতিবাদ জানান শেকড় ফাউন্ডেশন

জাতীয় দৈনিক বাংলাদেশ প্রতিদিন প্রত্রিকার সম্পাদক ও প্রকাশক সাংবাদিকঃ মোং রিদুয়ান চৌধুরী 01307869794,01783309708
  • প্রকাশিত: রবিবার, ২৫ মে, ২০২৫
  • ৯০ বার পড়া হয়েছে

 

এম মনিরুজ্জামান, পাবনা: পাবনায়
কোনো পূর্বঘোষণা বা গণপরামর্শ ছাড়াই যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক পাবনার দুটি ঐতিহাসিক ক্রীড়া স্থাপনার নাম পরিবর্তনের ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র প্রতিবাদ জানিয়েছে ‘শেকড় পাবনা ফাউন্ডেশন’। সংগঠনটির সভাপতি খান হাবিব মোস্তফা ও সংগঠনের সেক্রেটারি ড . মোস্তাফিজুর রহমান খান এক বিবৃতিতে বলেন

মন্ত্রণালয়ের সাম্প্রতিক সিদ্ধান্ত অনুযায়ী, পাবনার শহীদ আমিন উদ্দিন স্টেডিয়াম ও বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল সুইমিং পুলের নাম পরিবর্তন করা হয়েছে। শেকড় ফাউন্ডেশন বলছে, এই দুটি নাম পাবনার মুক্তিযুদ্ধের গৌরবময় ইতিহাসের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে।

শহীদ আমিন উদ্দিন ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের সূচনালগ্নে পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে শহীদ হন। তিনি পাবনা-সিরাজগঞ্জ অঞ্চলের অন্যতম সংগঠক ছিলেন। অপরদিকে, রফিকুল ইসলাম বকুল ছিলেন পাবনার গর্বিত সন্তান, যিনি ১৯৭১ সালের ২৩ মার্চ পাবনায় প্রথম স্বাধীনতার পতাকা উত্তোলন করেন। পরবর্তীকালে তিনি পাবনা-৫ আসন থেকে বারবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন এবং মৃত্যুর আগ পর্যন্ত জেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেন।

শেকড় ফাউন্ডেশন মনে করে, নাগরিক সমাজ, ক্রীড়া সংগঠক ও রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে কোনো আলোচনার আয়োজন ছাড়াই এমন সিদ্ধান্ত নেওয়া অগণতান্ত্রিক এবং জনমানুষের আবেগ-অনুভূতির প্রতি চরম উদাসীনতা প্রদর্শন।

রবিবার (২৫ মে) সন্ধ্যায় ফাউন্ডেশনের জরুরি সভা শেষে পরিচালনা পর্ষদ বিবৃতিতে বলেছে, “যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের এই হটকারী সিদ্ধান্তে আমরা হতবাক ও ক্ষুব্ধ। এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহার করে পূর্বের নাম পুনর্বহালের দাবি জানাচ্ছি।”

এছাড়া, কোনো চক্রান্তকারী বা সুবিধাবাদী মহল ঘোলা পানিতে মাছ শিকারের অপচেষ্টায় লিপ্ত কি না, সেটিও খতিয়ে দেখার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে।

শেকড় ফাউন্ডেশন সতর্ক করে দিয়ে বলেছে, “দেশের সাধারণ মানুষের আবেগে আঘাত করে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার চেতনায় আস্থাশীল জনগণকে হতাশ করা যাবে না। এ ধরনের সিদ্ধান্ত জনবিচ্ছিন্ন ও রাজনৈতিকভাবে অগ্রহণযোগ্য।”

পরিশেষে ফাউন্ডেশন সরকারের প্রতি আহ্বান জানিয়েছে, “এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে জাতির সূর্য সন্তানদের স্মৃতি সংরক্ষণের দায়িত্বশীল ভূমিকা পালন করুক সরকার।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট