1. live@www.dainikbangladeshpratidin.online : দৈনিক বাংলাদেশ প্রতিদিন : দৈনিক বাংলাদেশ প্রতিদিন
  2. info@www.dainikbangladeshpratidin.online : দৈনিক বাংলাদেশ প্রতিদিন :
বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ০৮:৫০ অপরাহ্ন
শিরোনাম :
বেলকুচিতে ভোট কেন্দ্র ভিত্তিক ছাত্রদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত – নৈতিক শিক্ষার মাধ্যমেই ছাত্র সমাজকে আগামীর বাংলাদেশ বির্নিমানে কাংখিত ভূমিকা রাখতে হবে। – এমপি পদপ্রার্থী অধ্যক্ষ আলী আলম.- ধর্মপাশায় কৃষি ও আবহাওয়া তথ্য সেবায় প্রান্তিক কৃষকদের সাথে সমন্বয় সভা বিএনপি ক্ষমতায় গেলে এক কোটি বেকার যুবকের কর্মসংস্থানের ব্যবস্থা করবে বলে জানিয়েছেন আনিসুল হক ধানের শীষে ভোট চেয়ে শ্রমিক দলের সাধারণ সম্পাদক ফজলুল করিম লাকির নেতৃত্বে লিফলেট বিতরণ রামপালে রেলওয়ে স্টেশন চালুর দাবিতে এলাকাবাসীর স্বারকলিপি প্রদান বেলকুচিতে দেলুয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার শিক্ষার্থী বিদ্যুৎপৃষ্ঠে নিহত ১ জন আহত ১জন – “দি ইউনিভার্সিটি অফ কুমিল্লার সনদ দিয়ে এমপিও বেতন করতে কোন সমস্যা বাধা নেই, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ও শিক্ষা মন্ত্রণালয় অনুমতি অনুমোদন প্রাপ্ত, সরকারি ভাবে শিক্ষক, প্রভাষক, গ্ৰন্থাগারিক নিয়োগ প্রাপ্তদের তাদের বেতন ও এমপিও পেতে কোন বাধা নেই। ধর্মপাশা উপজেলা নবগঠিত প্রেসক্লাবের দুই বছর মেয়াদি কমিটি গঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বেলকুচি উপজেলায় আলোচনা ও নির্বাচনী প্রচারনা সভা অনুষ্ঠিত-

বদলগাছীতে নবাগত ওসির সঙ্গে  সাংবাদিকদের মতবিনিময় সভা।

জাতীয় দৈনিক বাংলাদেশ প্রতিদিন প্রত্রিকার সম্পাদক ও প্রকাশক সাংবাদিকঃ মোং রিদুয়ান চৌধুরী 01307869794,01783309708
  • প্রকাশিত: রবিবার, ২৫ মে, ২০২৫
  • ১৩৬ বার পড়া হয়েছে

 

আবু রায়হান লিটন স্টাফ রিপোর্টার নওগাঁঃ

নওগাঁর বদলগাছীতে স্থানীয় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন বদলগাছী থানার নবাগত  অফিসার ইনচার্জ (ওসি) মো. আনিসুর রহমান।

২৫ মে (রবিবার) সকাল ১১ টায় থানা কার্যালয়ে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

সভায় বক্তব্য রাখেন, ওসি (তদন্ত) মো. সাইফুল ইসলাম, থানার সেকেন্ড অফিসার মো. মনিরুল ইসলাম, বদলগাছী মডেল প্রেসক্লাবের সভাপতি মোঃ ফেরদৌস হোসেন, সদস্য আশরাফুল ইসলাম নয়ন,সাংগঠনিক সম্পাদক এনামুল কবীর এনাম,  সাংবাদিক সংস্থা বদলগাছী’র সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, বদলগাছী প্রেস ক্লাবের সাবেক সভাপতি এমদাদুল হক দুলু, সাবেক সাধারণ সম্পাদক সানজাদ রয়েল সাগর, প্রেসক্লাব বদলগাছীর সভাপতি ফজলে মওলা প্রমুখ।

এ সময় সাংবাদিকরা পেশাগত কাজের বিভিন্ন প্রতিবন্ধকতার দিক তুলে ধরেন এবং

নবাগত ওসির সহযোগিতাসহ আন্তরিকতা কামনা করেন।

মতবিনিময় সভায় অফিসার ইনচার্জ (ওসি) মো. আনিসুর রহমান সমসাময়িক প্রেক্ষাপট বিবেচনায় বদলগাছীর জনগনের জালমাল রক্ষাসহ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সর্বোচ্চ সহযোগিতায় সাংবাদিকদের পাশে থেকে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি জানান, যেসব অসঙ্গতি আছে তা নিরসনে সর্বাত্মক চেষ্টা করা হবে। তিনি আরও বলেন, জনগণের ও প্রশাসনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আস্থা হচ্ছে গণমাধ্যম। অপরাধ নির্মূলে মানুষকে সচেতন করতে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম। আপনারা বদলগাছী থানায় যেসকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধি কর্মরত আছেন, উপজেলার সকল জনসাধারণের জানমাল এবং শান্তি শৃঙ্খলা রক্ষার্থে আপনাদের সহযোগীতা কামনা করছি।

মতবিনিময় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন,বদলগাছী মডেল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবু রায়হান লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক মুজাহিদ হোসেন, দপ্তর সম্পাদক মোঃ সারোয়ার হোসেন অপু,সাংবাদিক সংস্থা বদলগাছী’র যুগ্ম সাধারণ সম্পাদক মিঠু হাসান, নির্বাহী সদস্য আব্দুর রউফ, বদলগাছী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু জর গিফারী, সদস্য সৈকত সোবহান,  প্রেসক্লাব বদলগাছীর সস্পাদক সাংবাদিক হাফিজার রহমান, সেন্ট্রাল প্রেসক্লাবের সভাপতি বুলবুল আহমেদ বুলু সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট