মোঃ শৌভন আহম্মেদ সবুজ ঝিনাইদহ
কোটচাঁদপুর উপজেলার কুশনা ইউনিয়নের দোহার পাড়া গ্রামে ঘটেছে এমন এক ঘটনা মহামান্য আদালতের রায়কে উপেক্ষা করে সন্ত্রাসীদের হামলা ঘর ছাড়া ভুক্তভোগী পরিবার।
বেশ কয়েকমাস আগে মোঃ আজীম মিয়ার জমির হঠাৎ এক মালিক আবির্ভূত হন এক ই গ্রামের এক লোক নাম মোঃ মোস্তফা কামাল।
মোস্তফার দাবী তিনি আজীমের পরিবারের কাছ থেকে তার বসত বাড়ীটি কিনেছেন।এর ভিত্তিতে মোস্তফা জমির দখল নিতে গেলে বাধা দেয় জমির মালিক আজীমের পরিবার।বাধা দেয়ার একপর্যায়ে হাতাহাতি হয় দুই পক্ষের মধ্যে।
পরে বিষয়টি নিয়ে উভয় পক্ষ প্রথমে তালসার ক্যাম্পে এবং পরে কোটচাঁদপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন । বিষয়টি অফিসার ইনচার্জ এর হস্তক্ষেপে শান্ত হলেও পরে আরো বড় আকার ধারন করে।
এলি পরিপ্রেক্ষিতে জমির মালিক ঝিনাইদহ জেলা কোর্টের দ্বারস্থ হন।মামলা চলমানের একপর্যায়ে কোর্ট জমির মুল মালিক মোঃ আজীমের পক্ষে দখলমানা দেন।এতে করে আরো ক্ষিপ্ত হয়ে ওঠেন মোস্তফা কামাল।খিপ্ততার একপর্যায়ে পুনরায় বিএনপি পন্হি চিন্হিত সন্ত্রাসী মিরাজ এর সহযোগিতায় আবারো হামলা চালায় এবং প্রাণনাশের হুমকি দেয়।এতে করে ভীত ও আতঙ্কিত হয়ে রাত্রি যাপন করছে ভুক্তভোগী আজীমের পরিবার ।দীন মজুর আজীম অসহায় হয়ে আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে ধৈর্য ধরে আছে।
এই ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। এলাকাবাসী এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সঠিক বিচারের দাবী জানিয়েছেন।