মোঃ রিপন শেখ ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুর বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার বাবনা তলা নামক বাসস্ট্যান্ডে বুধবার সকালে একটি মোড়ল পরিবহন ঢাকাগামী বাস ও মাহিন্দ্রা মুখোমুখি সংঘর্ষে পিতা পুত্রসহ পাঁচজন নিহত হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছে কমপক্ষে ৪ জন। খবর পেয়ে ভাঙ্গার হাইওয়ে থানা পুলিশ ও ভাঙ্গা ফায়ার সার্ভিসের কর্মীরাএবং ভাঙ্গা লোাকাল থানা পুলিশসহ ঘটনাস্থলে পৌঁছে নিহত ও আহতদের উদ্ধার করে। নিহতরা হলেন, ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের চৌকিঘাটা গ্রামের লতিফ মাতুব্বরের ছেলে মিজানুর মাতুব্বর(৫০), মাদারীপুর জেলার শিবচর থানার ইব্রাহীম সর্দার (৭০) ও তার পুত্র মনির সর্দার(৪০), একই এলাকার বাদশা মিয়ার ছেলে তারা মিয়া(৫০) ও অজ্ঞাত (৪৫)
আহতরা হলেন, ভাংগা উপজেলা ঘারুয়া ইউনিয়নের চৌকিঘাটা গ্রামের চান্দু খাঁ ছেলে সবুজ খাঁ (২৪) এবং একই গ্রামের মোঃ গিয়াস (৪৫)মানিকদহ ইউনিয়নের পুকুরিয়া গ্রামে আলাউদ্দিন মিয়ার ছেলে মোঃ খোকন (৩২), ভাঙ্গা পৌরসভার ছিলেধরচর সদরদী গ্রামের জমির মোল্লার ছেলে সহিদ মোল্লা (২৫)। আহত ব্যক্তিদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রোকিবুজ্জামান জানান, বরিশাল থেকে ঢাকা গামী একটি পরিবহন বাসের সাথে ভাঙ্গা থেকে টেকেরহাটগামী একটি থ্রী হুইলার মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাহিন্দ্রার ৫ যাত্রী নিহত ও ৪ যাত্রী আহত হয়। আহতদের উদ্ধার করে ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহতদের সকলের পরিচয় শনাক্তে চেষ্টা করা হচ্ছে। ঘাতক বাসটিকে আটকের জন্য পুলিশ কাজ করে যাচ্ছে।
মাদারীপুর রিজিওনের অতিরিক্ত ডিআইজি মোঃ শাহিনুর আলম খান বলেন, “ঘাতক বাসটিকে শনাক্ত ও আটকের চেষ্টা চলছে। আমরা নিহতদের পরিচয় নিশ্চিত করতে কাজ করছি এবং আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।”
এই দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
০৪/০৬/২০২৫