মীর শরিফুল ইসলাম চৌধুরী , জেলা প্রতিনিধি, কুষ্টিয়া
কুষ্টিয়া-৩ (সদর) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে জমে উঠেছে রাজনৈতিক মাঠ। জামায়াতে ইসলামীর নতুন মনোনীত প্রার্থী মুফতি আমির হামজা এলাকায় ব্যাপক প্রচারণা চালাচ্ছেন। সম্প্রতি তাকে ঘিরে একটি মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
জামায়াতের পক্ষ থেকে ২৫ মে আনুষ্ঠানিকভাবে মুফতি আমির হামজার প্রার্থিতা ঘোষণা করা হয়। তিনি ইসলামী বক্তা হিসেবে এলাকাবাসীর কাছে পরিচিত নাম। তার মনোনয়নের পর থেকেই কুষ্টিয়া সদর এলাকায় নির্বাচনী তৎপরতা বাড়তে শুরু করে।
তবে মোটরসাইকেল শোডাউন নিয়ে স্থানীয়ভাবে আলোচনা তৈরি হলেও এ বিষয়ে নিরপেক্ষ সূত্র থেকে এখনও বিস্তারিত নিশ্চিত হওয়া যায়নি। কেউ কেউ এটিকে দলীয় শক্তি প্রদর্শনের কৌশল হিসেবে দেখছেন, আবার কেউ বলছেন এটি নির্বাচনী উত্তেজনারই অংশ।
একজন নির্বাচনী পর্যবেক্ষক বলেন, “নির্বাচনের আগে এমন শোডাউনগুলো জনমনে প্রভাব ফেলতে পারে। তবে এগুলো যেন আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটায়, সেটি নিশ্চিত করা জরুরি।”
এদিকে মুফতি হামজা দাবি করেছেন, “দেশে প্রকৃত গণতন্ত্র ফিরিয়ে আনতে হলে স্বচ্ছ নির্বাচন প্রয়োজন, আর জামায়াত সেই পরিবর্তনের পথ দেখাবে।”
বর্তমানে কুষ্টিয়া সদরের রাজনৈতিক মাঠে একদিকে বিএনপি দলের প্রচার তৎপরতা, অন্যদিকে জামায়াতসহ বিরোধী জোটের মাঠে নামা—সব মিলিয়ে একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের আভাস পাওয়া যাচ্ছে।
নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্ব হচ্ছে, এই প্রতিদ্বন্দ্বিতা যেন শান্তিপূর্ণ এবং সবার জন্য সমান সুযোগে পরিণত হয়, তা নিশ্চিত করা।