প্রতিবেদক:
মীর শরিফুল ইসলাম চৌধুরী , জেলা প্রতিনিধি, কুষ্টিয়া
প্রতিবেদন:
কুষ্টিয়া: কুষ্টিয়া-ভেড়ামারা সড়কের ৭ মাইল এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটেছে। ভেড়ামারাগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে কুষ্টিয়াগামী বসুন্ধরা গ্রুপের গ্যাস সিলিন্ডারবাহী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বাসের চালকসহ অনেক যাত্রী আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সকাল সাড়ে ৯টার দিকে হঠাৎ করেই দুইটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের তীব্রতায় বাস ও ট্রাক উভয়ই ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
তাৎক্ষণিকভাবে স্থানীয়রা এবং ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠান। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
পুলিশ দুর্ঘটনাস্থলে গিয়ে যান চলাচল স্বাভাবিক করতে কাজ করছে এবং দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে।
স্থানীয় প্রশাসন সকলকে ধীরগতিতে গাড়ি চালানোর অনুরোধ জানিয়েছে এবং দুর্ঘটনার শিকারদের পরিবারকে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছে।