শ্রীপুর গাজীপুর প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুর সরকারি কলেজের মেধাবী ছাত্র জুনায়েদ হাসানের উপর আওয়ামী যুবলীগের ক্যাডার বাহিনীর অতর্কিত হামলার প্রতিবাদে ও সন্ত্রাসীদের অতি দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ১৭ জুন মঙ্গলবার সাড়ে বারোটার দিকে শ্রীপুর মডেল থানার সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন, শ্রীপুর সরকারি কলেজ শাখার ছাত্রদলের আহ্বায়ক মোঃ ইমরান মৃধা, সদস্য সচিব মোঃ নাজমুল হোসেন, যুগ্ম আহ্বায়ক জাহিদ হাসান, যুগ্ম আহ্বায়ক মোঃ গুলজার হোসেন মন্ডল, আহ্বায়ক সম্মানিত সদস্য মোঃ নাঈম শোখ, পৌর ৪ নং ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ আরিফ আকন্দ, মোঃ তোফাজ্জল, মিরাজ, ইমরান মন্ডল, জুনায়েদ, হাসিবুল, ইয়াসিন আরাফাত, সহ শ্রীপুর সরকারি কলেজের সকল সাধারণ শিক্ষার্থীরা।
এসময় শ্রীপুর সরকারি কলেজ শাখার ছাত্রদলের সদস্য সচিব মোঃ নাজমুল হোসেন বলেন, ছাত্র নেতা জোনায়েদ হাসানের উপর আওয়ামী যুবলীগের ক্যাডার বাহিনীর অতর্কিত হামলার ঘটনায় ২৪ ঘন্টার মধ্যে আসামীদের গ্ৰেপ্তার করতে হবে।
শ্রীপুর সরকারি কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক মোঃ ইমরান মৃধা প্রতিবাদ করে বলেন, শ্রীপুর সরকার কলেজের মেধাবী ছাত্র জোনায়েদ হাসানের উপর আওয়ামী যুবলীগের চিহ্নিত সন্ত্রাসী বাহিনী রাসেল, বাবু, হুমায়ূন, সোহাগ, সবুজ সহ কয়েকজন সন্ত্রাস বাহিনীকে দ্রুত সময়ের মধ্যে গ্ৰেপ্তার করতে হবে। নয়তো আমাদের প্রতিবাদ আরও শক্তিশালী হবে।