প্রতিবেদক: মীর শরিফুল ইসলাম চৌধুরী, জেলা প্রতিনিধি, কুষ্টিয়া
প্রতিবেদন:
কুষ্টিয়ায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন কুষ্টিয়া সরকারি কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক নাহিদুল ইসলাম রুপল (৩২)। বৃহস্পতিবার (১৯ জুন) সন্ধ্যায় কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক সড়কের লাহিনী বটতলা এলাকায় বালিবোঝাই ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
রুপল কুষ্টিয়া শহরের মোল্লাতেঘরিয়া এলাকার আইয়ুব আলীর ছেলে। ছাত্রদলের রাজনীতিতে তিনি ছিলেন সাহসী, নিবেদিতপ্রাণ এবং জনপ্রিয় একজন সংগঠক।
ছাত্রদলের নেতাকর্মীরা জানান, রুপল ছিলেন আন্দোলনের অগ্রভাগের সৈনিক। তাঁর কণ্ঠে ছিল সাহসিকতার বার্তা, রাজপথে ছিলেন সক্রিয় এবং সংগঠনের জন্য নিবেদিত। তারা বলেন, “তিনি শুধু নেতৃত্ব দেননি, ছিলেন ভাইয়ের মতো।”
দলীয় সূত্রে জানা যায়, ছাত্ররাজনীতির অভিজ্ঞতা থেকে উঠে এসে রুপল ভবিষ্যতে মূলধারার রাজনীতিতে অবদান রাখতে চাইতেন। তাঁর আকস্মিক প্রস্থান রাজনীতির মাঠে এক অপূরণীয় শূন্যতা সৃষ্টি করেছে।
রুপলের মৃত্যুতে কুষ্টিয়াজুড়ে ছাত্রদল, যুবদল ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। জেলা ছাত্রদলের পক্ষ থেকে তার স্মরণে শোক কর্মসূচি ঘোষণা করা হয়েছে।