প্রতিবেদক: মীর শরিফুল ইসলাম চৌধুরী, জেলা প্রতিনিধি, কুষ্টিয়া
প্রতিবেদন:
কুষ্টিয়ার ঐতিহ্যবাহী জগতি চিনি কল (কুষ্টিয়া সুগার মিল) পুনরায় চালুর দাবিতে জেলা প্রশাসকের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মিলের বর্তমান অবস্থা, স্থানীয় মানুষের প্রত্যাশা এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা হয় এই বৈঠকে।
বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিশিষ্ট আলেম ও কুষ্টিয়ার সমাজ সচেতন নেতা মুফতি আমির হামজা। তিনি বলেন,
“কুষ্টিয়া সুগার মিল এখানকার মানুষের জীবিকার সঙ্গে সরাসরি জড়িত। এর যন্ত্রাংশ অন্য কোথাও সরিয়ে নেওয়ার চেষ্টা জনগণের অনুভূতির প্রতি অবিচার হবে। যেকোনো মূল্যে মিলটি দ্রুত চালু করতে হবে—এটাই কুষ্টিয়াবাসীর প্রাণের দাবি।”
তিনি আরও জানান, জেলা প্রশাসক অত্যন্ত মনোযোগ দিয়ে সবার বক্তব্য শুনেছেন এবং মিলটি নিয়ে সরকারের উচ্চপর্যায়ে আলোচনার বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করা হবে বলে আশ্বাস দিয়েছেন।
স্থানীয় কৃষক ও শ্রমিক প্রতিনিধিরাও এ সময় মিল চালুর প্রয়োজনীয়তা তুলে ধরেন। তাঁরা বলেন, মিলটি চালু হলে কুষ্টিয়ার অর্থনীতি যেমন চাঙা হবে, তেমনি হাজারো পরিবার নতুন করে ঘুরে দাঁড়ানোর সুযোগ পাবে।
জানা গেছে, বিগত কয়েক বছর ধরে মিলটির উৎপাদন বন্ধ রয়েছে। তবে স্থানীয়রা মনে করেন, আধুনিকায়ন ও সুশাসনের মাধ্যমে এটি আবারও লাভজনকভাবে পরিচালনা করা সম্ভব।
মুফতি আমির হামজা বলেন,
“এই মিল কেবল একটি শিল্প প্রতিষ্ঠান নয়, এটি কুষ্টিয়ার গৌরব। প্রশাসন ও সরকারের প্রতি আমাদের প্রত্যাশা—জনগণের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে এই মিলকে আবার সচল করা হোক।”