1. live@www.dainikbangladeshpratidin.online : দৈনিক বাংলাদেশ প্রতিদিন : দৈনিক বাংলাদেশ প্রতিদিন
  2. info@www.dainikbangladeshpratidin.online : দৈনিক বাংলাদেশ প্রতিদিন :
বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ০৮:২৪ অপরাহ্ন
শিরোনাম :
বেলকুচিতে ভোট কেন্দ্র ভিত্তিক ছাত্রদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত – নৈতিক শিক্ষার মাধ্যমেই ছাত্র সমাজকে আগামীর বাংলাদেশ বির্নিমানে কাংখিত ভূমিকা রাখতে হবে। – এমপি পদপ্রার্থী অধ্যক্ষ আলী আলম.- ধর্মপাশায় কৃষি ও আবহাওয়া তথ্য সেবায় প্রান্তিক কৃষকদের সাথে সমন্বয় সভা বিএনপি ক্ষমতায় গেলে এক কোটি বেকার যুবকের কর্মসংস্থানের ব্যবস্থা করবে বলে জানিয়েছেন আনিসুল হক ধানের শীষে ভোট চেয়ে শ্রমিক দলের সাধারণ সম্পাদক ফজলুল করিম লাকির নেতৃত্বে লিফলেট বিতরণ রামপালে রেলওয়ে স্টেশন চালুর দাবিতে এলাকাবাসীর স্বারকলিপি প্রদান বেলকুচিতে দেলুয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার শিক্ষার্থী বিদ্যুৎপৃষ্ঠে নিহত ১ জন আহত ১জন – “দি ইউনিভার্সিটি অফ কুমিল্লার সনদ দিয়ে এমপিও বেতন করতে কোন সমস্যা বাধা নেই, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ও শিক্ষা মন্ত্রণালয় অনুমতি অনুমোদন প্রাপ্ত, সরকারি ভাবে শিক্ষক, প্রভাষক, গ্ৰন্থাগারিক নিয়োগ প্রাপ্তদের তাদের বেতন ও এমপিও পেতে কোন বাধা নেই। ধর্মপাশা উপজেলা নবগঠিত প্রেসক্লাবের দুই বছর মেয়াদি কমিটি গঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বেলকুচি উপজেলায় আলোচনা ও নির্বাচনী প্রচারনা সভা অনুষ্ঠিত-

কুষ্টিয়া সুগার মিল চালুর দাবিতে জেলা প্রশাসকের সঙ্গে বৈঠকে মুফতি আমির হামজা: যন্ত্রাংশ সরানো চলবে না, এটিই কুষ্টিয়াবাসীর প্রাণের দাবি।

জাতীয় দৈনিক বাংলাদেশ প্রতিদিন প্রত্রিকার সম্পাদক ও প্রকাশক চেয়ারম্যান সাংবাদিকঃ মোং রিদুয়ান চৌধুরী 01307869794,01783309708
  • প্রকাশিত: শুক্রবার, ২০ জুন, ২০২৫
  • ১০৮ বার পড়া হয়েছে

 

প্রতিবেদক: মীর শরিফুল ইসলাম চৌধুরী, জেলা প্রতিনিধি, কুষ্টিয়া

প্রতিবেদন:
কুষ্টিয়ার ঐতিহ্যবাহী জগতি চিনি কল (কুষ্টিয়া সুগার মিল) পুনরায় চালুর দাবিতে জেলা প্রশাসকের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মিলের বর্তমান অবস্থা, স্থানীয় মানুষের প্রত্যাশা এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা হয় এই বৈঠকে।

বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিশিষ্ট আলেম ও কুষ্টিয়ার সমাজ সচেতন নেতা মুফতি আমির হামজা। তিনি বলেন,
“কুষ্টিয়া সুগার মিল এখানকার মানুষের জীবিকার সঙ্গে সরাসরি জড়িত। এর যন্ত্রাংশ অন্য কোথাও সরিয়ে নেওয়ার চেষ্টা জনগণের অনুভূতির প্রতি অবিচার হবে। যেকোনো মূল্যে মিলটি দ্রুত চালু করতে হবে—এটাই কুষ্টিয়াবাসীর প্রাণের দাবি।”

তিনি আরও জানান, জেলা প্রশাসক অত্যন্ত মনোযোগ দিয়ে সবার বক্তব্য শুনেছেন এবং মিলটি নিয়ে সরকারের উচ্চপর্যায়ে আলোচনার বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করা হবে বলে আশ্বাস দিয়েছেন।

স্থানীয় কৃষক ও শ্রমিক প্রতিনিধিরাও এ সময় মিল চালুর প্রয়োজনীয়তা তুলে ধরেন। তাঁরা বলেন, মিলটি চালু হলে কুষ্টিয়ার অর্থনীতি যেমন চাঙা হবে, তেমনি হাজারো পরিবার নতুন করে ঘুরে দাঁড়ানোর সুযোগ পাবে।

জানা গেছে, বিগত কয়েক বছর ধরে মিলটির উৎপাদন বন্ধ রয়েছে। তবে স্থানীয়রা মনে করেন, আধুনিকায়ন ও সুশাসনের মাধ্যমে এটি আবারও লাভজনকভাবে পরিচালনা করা সম্ভব।

মুফতি আমির হামজা বলেন,
“এই মিল কেবল একটি শিল্প প্রতিষ্ঠান নয়, এটি কুষ্টিয়ার গৌরব। প্রশাসন ও সরকারের প্রতি আমাদের প্রত্যাশা—জনগণের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে এই মিলকে আবার সচল করা হোক।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট