ইয়াছিন শরীফ অনিক,নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর চাটখিলে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে কর্মি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে, সাবেক সংসদ সদস্য বলেন ফেব্রুয়ারি এর মধ্যে জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন করতে হবে।
চাটখিল উপজেলাধীন শুক্রবার (২৭জুন) সকাল ১১টায় পরকোট ঈদগাঁও মাঠে ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে কর্মী সমাবেশে করা হয়, উক্ত সমাবেশে সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
চাটখিল উপজেলার পরকোট ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ ইউনুছ এর সভাপতিত্বে ও উপজেলা যুবদলের আহ্বায়ক জহির উদ্দিন বাবরের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা নোয়াখালী-১ চাটখিল সোনাইমুড়ী আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন।
কর্মী সমাবেশে আরো বক্তব্য রাখেন আমির হোসেন, সাবেক চেয়ারম্যান তাওহীদুল ইসলাম, গোলাম মোস্তফা ভুইয়া, ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোবারক হোসেন পাপ্পু, ইউনিয়ন যুবদলের সভাপতি সোহেল আহমদ।
উপস্থিত ছিলেন চাটখিল পৌরসভার সাবেক মেয়র মোস্তফা কামাল, পৌরসভা বিএনপির সদস্য সচিব আহসানুল হক মাসুদ, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইমাম হোসেন টিপু, আনিছ আহমেদ হানিফ, শাহজাহান খান সাজু, সাবেক সদস্য আবু সালেহ,
সাবেক ছাত্রনেতা কামাল শেখ, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সুলতান বাবর, যুগ্ম আহ্বায়ক ফখরুদ্দিন ফিরোজ, সাইফুল আজম জগলু, শফিকুল বাশার বাবুল শেখ, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান রিপন সহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন বলেন বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের দাবি করছেন তাদের উদ্দেশ্যে বলেন এটা সংবিধানের পরিপন্থী। অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে বলেন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আর কোন তালবাহানা চলবে না আগামী ফেব্রুয়ারি ২০২৬ এর মধ্যে জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন করতে হবে।
তিনি আরো বলেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ১৭ বছর স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছে অথচ রামনারায়নপুর ইউনিয়ন যুবদলের সভাপতি জাহিদুল ইসলাম রুবেল ঘরের বাহিরে অস্ত্র রেখে মিথ্যা মামলা আটক করে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে প্রতিবাদ জানান এবং যারা এ মিথ্যা তথ্য দিয়ে সহায়তা করে নাটক মঞ্চস্থ করেছে তাদেরকে আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছে ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন সাবেক সংসদ সদস্য নোয়াখালী-১।