1. live@www.dainikbangladeshpratidin.online : দৈনিক বাংলাদেশ প্রতিদিন : দৈনিক বাংলাদেশ প্রতিদিন
  2. info@www.dainikbangladeshpratidin.online : দৈনিক বাংলাদেশ প্রতিদিন :
রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
জিনাইগাতীতে ইসমাইলের পরিবারের খোঁজখবর নিলেন সাবেক সফল চেয়ারম্যান বাদশা বেলকুচি সরকারি কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত বেলকুচি ১ নং সদর ইউনিয়ন ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্মী সম্মেলন অনুষ্ঠিত- বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), পাবলিক হেলথ বিভাগ (জিইউবি), পজিটিভ প্লাস ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত। ১৭ বছর তরুণদের হাতে অস্ত্র তুলে দিয়ে রাজনৈতিক হাতিয়ার করা হয়েছিল কৃষিবিদ শামিম শ্রীপুরে বিধবা নারীর ৯ মাস ধরে চলাচলের রাস্তা অবরুদ্ধ গোবিন্দগঞ্জে সাবেক ইউপি সদস্য জহুরুল ইসলামের রহস্য জনক ম*’ত্যু শেরপুরে পাহাড়ি ঢলে নিখোঁজ আরো এক তরুণের মরদেহ উদ্ধার চট্টগ্রামে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার! শ্রীবরদী ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের নতুন কমিটি গঠন লেবানুস চেয়ারম্যান ও জীবন সেক্রেটারি

গাজীপুরে আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে জমি দখল ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ >> ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন, নিরপেক্ষ তদন্ত ও বিচারের দাবি

জাতীয় দৈনিক বাংলাদেশ প্রতিদিন প্রত্রিকার সম্পাদক ও প্রকাশক চেয়ারম্যান সাংবাদিকঃ মোং রিদুয়ান চৌধুরী 01307869794,01783309708
  • প্রকাশিত: রবিবার, ২৯ জুন, ২০২৫
  • ৬৯ বার পড়া হয়েছে

 

 

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার এলাকায় আওয়ামী লীগের প্রভাবশালী নেতা শাখাওয়াত হোসেনের বিরুদ্ধে জমি দখল, ভয়ভীতি প্রদর্শন ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ তুলেছেন স্থানীয় এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবারগুলো।

রোববার (২৯ জুন) সকালে বাঘের বাজার সংলগ্ন এলাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এসব অভিযোগ তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, শাখাওয়াত হোসেন দীর্ঘদিন ধরে রাজনৈতিক প্রভাব খাটিয়ে এলাকায় একের পর এক জমি দখল করে আসছেন। ক্ষমতার অপব্যবহার করে সাধারণ মানুষকে মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করছেন। গত ৫ আগস্টের পর তিনি রাজনৈতিক পরিচয় বদলে নতুন একটি দলের ছত্রছায়ায় থেকে একই ধরনের কর্মকাণ্ড অব্যাহত রেখেছেন।

ভুক্তভোগী মোস্তাফিজুর রহমান বলেন, “তিন ভাইয়ের মধ্য থেকে এক ভাইয়ের ২৮ শতাংশ জমি আমি বৈধভাবে ক্রয় করে খাজনা-খারিজ করেছি। কিন্তু শাখাওয়াত সন্ত্রাসী বাহিনী দিয়ে ওই জমি দখল করে নিয়েছে। এমনকি আমার অনুপস্থিতিতে আমার ও স্বজনদের নামে মিথ্যা মামলা দিয়েছে।”

আরেক ভুক্তভোগী রমজান আলী অভিযোগ করেন, “আমাদের বৈধ জমিতে আমরা প্রবেশ করতে পারছি না। শাখাওয়াতের লোকজন আমাদের নামে মিথ্যা মামলা দিচ্ছে। তার ঘনিষ্ঠ জাহাঙ্গীর নামে এক ভাড়াটে সন্ত্রাসী, যিনি এলাকায় মাদক, ছিনতাই ও চুরির সঙ্গে জড়িত, তাকে দিয়ে আমাদের হয়রানি করা হচ্ছে।”

ফারুক হোসেন নামের আরেক ভুক্তভোগী বলেন, “যে জমির বিষয়ে মামলা হয়েছে, সেই জমির সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। এমনকি শাখাওয়াত হোসেনের সঙ্গেও আমার কোনো যোগাযোগ নেই। তবুও আমাকে মামলায় আসামি করা হয়েছে।”

ভুক্তভোগীরা আরও অভিযোগ করেন, শাখাওয়াত হোসেন বিগত সরকারের সময়ে এমপি-মন্ত্রীসহ প্রভাবশালী নেতাদের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন। ফলে তার বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস পেত না। বর্তমানে রাজনৈতিক পরিচয় পরিবর্তনের মাধ্যমে আবারও একই কায়দায় এলাকায় সন্ত্রাসী কার্যকলাপ চালিয়ে যাচ্ছেন।

সংবাদ সম্মেলনে তারা শাখাওয়াত হোসেনের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট