1. live@www.dainikbangladeshpratidin.online : দৈনিক বাংলাদেশ প্রতিদিন : দৈনিক বাংলাদেশ প্রতিদিন
  2. info@www.dainikbangladeshpratidin.online : দৈনিক বাংলাদেশ প্রতিদিন :
রবিবার, ২৭ জুলাই ২০২৫, ০৪:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
ক্লিন বাংলাদেশের ব্যতিক্রমী কর্মসূচিতে মেয়রের আহ্বান: “সবুজ নগর গঠনে গাছই আমাদের ভবিষ্যৎ” জামায়াত নেতার বক্তব্যের উদ্ধৃতি দিয়ে প্রশংসা করলেন পরিবেশ উপদেষ্টা অযত্ন-অবহেলায় হারিয়ে যাচ্ছে নীলফামারীর ঐতিহাসিক হরিশ্চন্দ্র রাজার বাড়ি নীলফামারীতে শামসুন নাহার হত্যাকান্ডের গ্রেপ্তার প্রধান আসামি এক বছরে বিএনপির আয় ১১ কোটি টাকা: নির্বাচন কমিশনে আয়-ব্যয়ের হিসাব দিলেন রিজভী রজায়ী যুব তরিকত কমিটির ঐতিহাসিক সমাবেশ ও জশনে জুলুস ৬ রবিউল আউয়াল ৩০ আগস্ট শেখ হাসিনার উত্তরসূরি জয়, চূড়ান্ত হলো আ’লীগের নতুন নেতৃত্ব : ঘোষণা শীঘ্রই হেফাজতের নেতাদের সঙ্গে অধ্যাপক ইউনূসের বৈঠক বাউফলে ৩৫ জন শিক্ষার্থীকে সম্মাননা প্রদান  দর্শনায়-৬ বিজিবির অভিযানে ১১ কেজি ভারতীয় দানাদার রুপাসহ আটক ২

তানোরে ধান ব্যবসায়ীর নগদ ৪ লক্ষ ৯০ হাজার টাকা ছিনতাই!

জাতীয় দৈনিক বাংলাদেশ প্রতিদিন প্রত্রিকার সম্পাদক ও প্রকাশক চেয়ারম্যান সাংবাদিকঃ মোং রিদুয়ান চৌধুরী 01307869794,01783309708
  • প্রকাশিত: রবিবার, ২৯ জুন, ২০২৫
  • ৪৮ বার পড়া হয়েছে

 

তানোর (রাজশাহী) প্রতিনিধিঃ জাকির হোসেন-টুটুল।

রাজশাহীর তানোরে এক ধান ব্যবসায়ীকে মারপিট করে প্রায় ৫ লাখ টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ উঠেছে।

গত ২৭-জুন (শুক্রবার) বিকেলে উপজেলার পাঁচন্দর ইউনিয়নের গুড়ইল কৃষ্ণপুর গ্রামে এই ঘটনা ঘটেছে। এই ঘটনায় কচুয়া দক্ষিন পাড়া গ্রামের মৃত জসিম উদ্দিনের ছেলে ইসরাফিল মন্ডল (৪০) বাদি হয়ে গুড়ইল চকিপাড়া গ্রামের মৃত লালবর মন্ডলের ছেলে, জামাল উদ্দিকে (৫০) প্রধান আসামি করে ৬ জনের বিরুদ্ধে তানোর থানায় লিখিত অভিযোগ করেছেন। এনিয়ে বিবাদমান দুপক্ষের মাঝে চরম উত্তেজনা বিরাজ করছে।

ইসরাফিল মন্ডলের লিখিত অভিযোগে বলা হয়েছে, তিনি একজন নিয়মিত ধান ক্রয়-বিক্রয় ব্যবসায়ী। গত ২৭ জুন (শুক্রবার) বিকেলে ধান ক্রয়-বিক্রয় সংক্রান্ত বিষয়ে আসামিদের সঙ্গে তর্কবিতর্ক এক পর্যায়ে আসামিরা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। এই নিয়ে আসামিদের সঙ্গে তার কথা কাটাকাটির একপর্যায়ে তার বড় ভাই শাহিন ইসলামের উপরে রাগান্বিত ও ক্ষিপ্ত হয়ে, ১নং আসামি তার হাতে থাকা ধারালো হাসুয়া দ্বারা হত্যার উদ্দেশ্য সাহিনের মাথা বরাবর আঘাত করে, কিন্ত্ত আঘাতটি তার বড় ভাই সাহিনের চোখের উপরে লাগিয়া মারাত্বক রক্তাক্ত ও গুরুতর জখম হয়। এছাড়াও ২নং আসামির হাতে থাকা ধানের বস্তা সেলাই করা সুচদ্বারা তার বুক বরাবর আঘাত করলে, সে হাতদ্বারা উক্ত আঘাতটি রক্ষা করতে গেলে সুচের আঘাত তার বাম হাতের আংগুলের উপর লাগে এতে গুরুত্বর জখম হয়।

এমতাবস্থায় একপর্যায়ে সকল আসামিরা একজোট হয়ে তাকে ও তার ভাইকে এলোপাথাড়ী মারপিট করিতে থাকে এবং ৬নং আসামি তার মাথার উপরে বাঁশের লাঠিদ্বারা এলোপাথাড়ী মারপিট করে তাকে মাটিতে ফেলে দেয়। এসময় তার কাছে থাকা ধান কেনার নগদ ৪ লাখ ৯০ হাজার) টাকা জোরপূর্বক ছিনিয়ে নেয় আসামিগণ।

প্রতক্ষদর্শীরা জানান, তাদের ডাক-চিৎকার শুনে আশেপাশের লোকজন এসে আসামিদের কাছে থেকে তাদের বিধস্ত অবস্থায় উদ্ধার করলে তারা প্রাণে রক্ষা পায়। তার এবং তার ভাইয়ের অবস্থা গুরুত্বর হওয়ায় চিকিৎসার জন্য তাদের দু’ভাইকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’ হাসপাতালে ভর্তি করা হয়।

তাদের হাসপাতালে নেয়ার খবর পেয়ে আসামিরা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে হাসপাতালের ভিতরেই তাদের আবারো এলোপাথাড়ী মারপিট করে গুরুত্বর জখম করেছে। আসামিরা প্রকাশ্যে হুমকি দিয়ে বলেছে এসব নিয়ে তাদের বিরুদ্ধে থানায় অভিযোগ বা বেশী বাড়াবাড়ি করেলে তোকেসহ তোর বড়-ভাইকে প্রাণে মেরে ফেলবো এবং তোর ক্রয়কৃত মটরসাইকেল আগুন লাগাইয়া পুড়াইয়া দিবো। ।

প্রসঙ্গত, ১ নং ও ২নং আসামির কাছে থেকে ধান বিক্রয় বাবদ ৬২ হাজার ৭৮০ টাকা পাওনা রহিয়াছে। উক্ত টাকা চাইতে গেলে আসামিরা বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে তাদের মারপিট ও  ভয়ভীতিসহ প্রাণনাশের হুমকি দিচ্ছে। এই পাওনা টাকা চাইতে গেলে আসামিরা তাদের মারপিট করে তাদের কাছে থেকে ৪ লাখ ৯০ হাজার টাকা ছিনিয়ে নিয়েছেন বলে একাধিক সুত্র নিশ্চিত করেছে।

এবিষয়ে জানতে চাইলে বিবাদী জামাল মন্ডল এসব অভিযোগ অস্বীকার করেছেন, এবং তানোর থানার ডিউটি অফিসার বলেন, অভিযোগ পাওয়া গেছে, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট