নিজস্ব প্রতিবেদকঃ
পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে চট্টগ্রামের পটিয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।
বুধবার (২ জুলাই) সকাল থেকেই আন্দোলনকারীরা পটিয়া থানার সামনে সড়ক অবরোধ করেন। এর আগে মঙ্গলবার বৈষম্যবিরোধীদের লাঠিচার্জ করে পুলিশ।
বিক্ষোভে তারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রত্যাহারের দাবি জানান। পরে বিক্ষোভকারীরা মিছিল নিয়ে মহাসড়কের পটিয়া বাইপাস এলাকায় গিয়ে আবারও অবরোধ সৃষ্টি করেন।
বিক্ষোভ চলাকালে সড়কে টায়ার জ্বালানো হয়, আর তাদের স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। এতে বান্দরবান, কক্সবাজার ও চট্টগ্রামের ছয় উপজেলার সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়।
সড়ক অবরোধের কারণে মহাসড়কে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। সাধারণ মানুষকে পায়ে হেঁটে গন্তব্যে যেতে দেখা গেছে। শিক্ষার্থী ও পথচারীরা গণমাধ্যমকে জানান, তারা পুলিশি আচরণে ক্ষুব্ধ ও নিরাপত্তাহীনতায় ভুগছেন।
জানা গেছে, মঙ্গলবার রাতে পটিয়া থানায় এক ছাত্রলীগ কর্মীকে হস্তান্তর করেন এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। তবে পুলিশ গ্রেফতার না করে উল্টো আন্দোলনকারীদের ওপর লাঠিচার্জ করে। এর প্রতিবাদেই এ সড়ক অবরোধ কর্মসূচি পালিত হয়।