মোঃ শহিদুল ইসলাম খান,সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় ৩রা জুলাই বৃহস্পতিবার সকালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক আয়োজিত ২০২৪- ২৫ অর্থ বছরে ফল গাছের চারা প্রনোদনা কর্মসূচী পালন করা হয়।
জামতৈল ধোপাকান্দি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ১০০ জন শিক্ষার্থীদের (কৃষক পরিবারের সদস্য) মাঝে বিনামূল্যে ( প্রতি জনকে ৪টি করে) দেশীয় জাতের নিম, বেল, জাম ও কাঁঠাল গাছের চারা বিতরণ করা হয়।
এ সময়ে উপস্থিত ছিলেন, জনাব রতন চন্দ্র বর্মন, উপজেলা কৃষি কর্মকর্তা,জনাব মো: মোফাজ্জল হোসেন, প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত), জামতৈল ধোপাকান্দি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়।,জনাবা সালমা খাতুন (শরীর চর্চা শিক্ষক) ও জনাবা খাদিজা সুণলতানা (সহকারী
লাইব্রেরীয়ান) জামতৈল ধোপাকান্দি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়।,এ ছাড়াও বিদ্যালয়ের সকল শিক্ষার্থীরা এ উপস্থিত ছিলন ।