ডেস্ক রিপোর্টঃ
পাকিস্তান-আফগান সীমান্তের উত্তপ্ত অঞ্চল খাইবার পাকতুনখাওয়ার উত্তর ওয়াজিরিস্তানে প্রবেশের সময় সেনাবাহিনীর গুলিতে ভারত সমর্থিত অন্তত ৩০ জন সন্ত্রাসী নিহত হয়েছে। শুক্রবার (৪ জুলাই) পাকিস্তান সেনাবাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ বিভাগ (আইএসপিআর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। খবর জিও নিউজ-এর।
আইএসপিআর জানায়, সীমান্তবর্তী হাসান খেলে এলাকায় ১ থেকে ৩ জুলাইয়ের মধ্যে ‘ফিতনা আল খাওয়ারিজ’ নামক ভারতের প্রক্সি সন্ত্রাসী গোষ্ঠীর বড় একটি দলকে শনাক্ত করা হয়। সীমান্ত অতিক্রম করে পাকিস্তানে প্রবেশের চেষ্টাকালে সেনাবাহিনী তাদের বাধা দেয় এবং গুলি চালায়। এতে অন্তত ৩০ জন সন্ত্রাসী নিহত হয়। অভিযানে সন্ত্রাসীদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়েছে।
বিবৃতিতে পাকিস্তান সেনাবাহিনী আফগান সরকারের প্রতি আহ্বান জানিয়েছে—তাদের ভূখণ্ড ব্যবহার করে পরিচালিত ভারতীয় প্রক্সি বাহিনীর সন্ত্রাসী কার্যক্রম বন্ধ করতে।