নিজস্ব প্রতিবেদকঃ- গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের পূর্ব মাওনা এলাকায় একটি নিষিদ্ধ পলিথিন ব্যাগ তৈরির কারখানা চলমান এমন তথ্যের ভিত্তিতে, সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলা শিকার হন সাংবাদিকরা।
একসময় অবৈধ পলিথিন ব্যাগ তৈরির কারখানা কতৃপক্ষ সাংবাদিকদের অবরুদ্ধ করে রাখেন।
স্থানীয় সুত্রে জানা যায় নিউ গোল্ডেন এগ্রো ফিড লিমিটেড নামের এই কারখানাটি রাতে পলিথিন ব্যাগ তৈরি করে, যা পরিবেশের জন্য ক্ষতিকর এবং আইনত নিষিদ্ধ। কারখানার কাজ রাতের অন্ধকারে চলে, যাতে আইন শৃঙ্খলা বাহিনীর নজরদারি এড়ানো যায়।
গত (৫ জুলাই) শনিবার যখন সাংবাদিকরা ঘটনাস্থলে সরেজমিন তথ্য সংগ্রহের জন্য যান, তখন সিকিউরিটি ইনচার্জ উজ্জল এবং আরও ৫-৭ জন অজ্ঞাত ব্যক্তি লাঠি হাতে তাদের তাড়া করে। এক পর্যায়ে সাংবাদিক আল আমিনকে আঘাত করা হয়।
ঘটনার পর বিএনপি নেতা মিন্টু, আজাহার এবং আরও কয়েকজন স্থানীয় ব্যক্তি সাংবাদিকদের সাহায্য করেন এবং তারা কারখানা থেকে বের হয়ে আসেন।
এই ঘটনার পর, অনেকেই প্রশ্ন তুলছেন, কীভাবে কারখানাটি এমন একটি নিষিদ্ধ কাজ চালানোর অনুমতি পেয়েছে।
বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (বি.সি.পি.সি) প্রতিষ্ঠাতা সভাপতি খান সেলিম রহমান এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান, সেই সাথে সাংবাদিকের উপর হামলাকারী দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর সুদৃষ্টি কামনা করেন।
সাংবাদিকের উপর হামলার ঘটনায় বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (বি.সি.পি.সি) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ মাহিদুল হাসান সরকার তীব্র নিন্দা প্রতিবাদ জানান, সেই সাথে অবৈধ পলিথিন তৈরি কারখানা কতৃপক্ষদের আইনের আওতায় এদে দৃষ্টান্তমূলক শাস্তি ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধ পলিথিন ও তৈরির সামগ্রী জব্দ করতে, গাজীপুর জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর সদর দপ্তরের হস্তক্ষেপ কামনা করেছেন।