1. live@www.dainikbangladeshpratidin.online : দৈনিক বাংলাদেশ প্রতিদিন : দৈনিক বাংলাদেশ প্রতিদিন
  2. info@www.dainikbangladeshpratidin.online : দৈনিক বাংলাদেশ প্রতিদিন :
বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ০৮:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
বেলকুচিতে ভোট কেন্দ্র ভিত্তিক ছাত্রদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত – নৈতিক শিক্ষার মাধ্যমেই ছাত্র সমাজকে আগামীর বাংলাদেশ বির্নিমানে কাংখিত ভূমিকা রাখতে হবে। – এমপি পদপ্রার্থী অধ্যক্ষ আলী আলম.- ধর্মপাশায় কৃষি ও আবহাওয়া তথ্য সেবায় প্রান্তিক কৃষকদের সাথে সমন্বয় সভা বিএনপি ক্ষমতায় গেলে এক কোটি বেকার যুবকের কর্মসংস্থানের ব্যবস্থা করবে বলে জানিয়েছেন আনিসুল হক ধানের শীষে ভোট চেয়ে শ্রমিক দলের সাধারণ সম্পাদক ফজলুল করিম লাকির নেতৃত্বে লিফলেট বিতরণ রামপালে রেলওয়ে স্টেশন চালুর দাবিতে এলাকাবাসীর স্বারকলিপি প্রদান বেলকুচিতে দেলুয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার শিক্ষার্থী বিদ্যুৎপৃষ্ঠে নিহত ১ জন আহত ১জন – “দি ইউনিভার্সিটি অফ কুমিল্লার সনদ দিয়ে এমপিও বেতন করতে কোন সমস্যা বাধা নেই, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ও শিক্ষা মন্ত্রণালয় অনুমতি অনুমোদন প্রাপ্ত, সরকারি ভাবে শিক্ষক, প্রভাষক, গ্ৰন্থাগারিক নিয়োগ প্রাপ্তদের তাদের বেতন ও এমপিও পেতে কোন বাধা নেই। ধর্মপাশা উপজেলা নবগঠিত প্রেসক্লাবের দুই বছর মেয়াদি কমিটি গঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বেলকুচি উপজেলায় আলোচনা ও নির্বাচনী প্রচারনা সভা অনুষ্ঠিত-

গাজীপুরে কারখানার নিরাপত্তা কর্মীর হাত-পা বেঁধে ডাকাতি: আতঙ্কে এলাকাবাসী

জাতীয় দৈনিক বাংলাদেশ প্রতিদিন প্রত্রিকার সম্পাদক ও প্রকাশক চেয়ারম্যান সাংবাদিকঃ মোং রিদুয়ান চৌধুরী 01307869794,01783309708
  • প্রকাশিত: শনিবার, ১২ জুলাই, ২০২৫
  • ১২০ বার পড়া হয়েছে

 

নজরুল ইসলাম,গাজীপুর।

গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের নয়াপাড়া এলাকায় মোশারফ কম্পোজিট লিমিটেড নামে একটি কারখানার গোডাউনে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে এই ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় পুরো এলাকাজুড়ে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ১০ থেকে ১২ জনের একটি সশস্ত্র ডাকাত দল কাভার্ড ভ্যানে করে এসে কারখানার নিরাপত্তাকর্মীসহ উপস্থিত লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে ফেলে। এরপর ডাকাতরা গোডাউনে ঢুকে দাপটের সঙ্গে লুটপাট চালায়। এ সময় ডাকাতরা সাত টন সুতা এবং নগদ অর্থ সহ লুট করে নিয়ে যায়। যার বাজার মূল্য প্রায় ২৮ লক্ষ টাকার। ডাকাত দল ঘটনাস্থল ছাড়ার আগে গোটা এলাকার বিভিন্ন স্থানে থাকা সিসি ক্যামেরা ভাঙচুর করে, যাতে করে তাদের পরিচয় শনাক্ত করা না যায়।

মোশারফ কম্পোজিট লিমিটেডের প্রশাসন বিভাগের উপ-মহাব্যবস্থাপক ইউনুস আল মামুন জানান, “খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যাই। গিয়ে দেখি আমাদের কর্মীরা হাত-পা বাঁধা অবস্থায় পড়ে আছে। ডাকাতরা গোডাউনের মূল্যবান ২৮ লক্ষ টাকার মালামাল নিয়ে গেছে। এত বড় একটি ঘটনায় আমরা সবাই আতঙ্কিত।”

এ ঘটনায় কারখানার পক্ষ থেকে নবী নেওয়াজ  বাদী হয়ে জয়দেবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ আহমেদ এলাকায় আইন-শৃঙ্খলা স্বাভাবিক আছে দাবি করে তিনি বলেন, “ডাকাতির ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে এবং আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। এছাড়াও এলাকা জুড়ে নজরদারি বৃদ্ধি করা হয়েছে।”

এদিকে স্থানীয়রা অভিযোগ করেছেন, শিল্পাঞ্চল হলেও রাতের বেলা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পর্যাপ্ত টহল না থাকায় অপরাধীরা বারবার সুযোগ নিচ্ছে। তারা দ্রুত দোষীদের গ্রেফতার ও এলাকায় স্থায়ী নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছেন।

স্থানীয় বাসিন্দা তাজ উদ্দিন শরিফ ক্ষোভ প্রকাশ করে বলেন, “রাতের বেলা এত বড় ডাকাতি হলো, অথচ কোথাও পুলিশের টহল চোখে পড়েনি। এখন আমরা সবাই ভয়ে রাত কাটাই। প্রশাসনের উচিত এই এলাকায় নিয়মিত টহল ও নজরদারি নিশ্চিত করা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট