1. live@www.dainikbangladeshpratidin.online : দৈনিক বাংলাদেশ প্রতিদিন : দৈনিক বাংলাদেশ প্রতিদিন
  2. info@www.dainikbangladeshpratidin.online : দৈনিক বাংলাদেশ প্রতিদিন :
রবিবার, ২৭ জুলাই ২০২৫, ১১:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
রজায়ী যুব তরিকত কমিটির ঐতিহাসিক সমাবেশ ও জশনে জুলুস ৬ রবিউল আউয়াল ৩০ আগস্ট শেখ হাসিনার উত্তরসূরি জয়, চূড়ান্ত হলো আ’লীগের নতুন নেতৃত্ব : ঘোষণা শীঘ্রই হেফাজতের নেতাদের সঙ্গে অধ্যাপক ইউনূসের বৈঠক বাউফলে ৩৫ জন শিক্ষার্থীকে সম্মাননা প্রদান  দর্শনায়-৬ বিজিবির অভিযানে ১১ কেজি ভারতীয় দানাদার রুপাসহ আটক ২ ছাত্র- জনতা বিরোধী স্লোগানদাতা এখন পটুয়াখালীর সিভিল সার্জন ও নিয়োগ বোর্ডের সদস্য সচিব  ভেড়ামারায় জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ অনুষ্ঠিত বেলকুচিতে “জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ” শীর্ষক আলোচনা সভা, অনুষ্ঠিত- এনসিপি কোনো চাঁদাবাজ-টেন্ডারবাজের দল নয়: হাসনাত সিএইচডি টিভির চেয়ারম্যান মাসুদ রানা পেলেন ৭১ মিডিয়া আইকনিক অ্যাওয়ার্ড

গাজীপুরে কারখানার নিরাপত্তা কর্মীর হাত-পা বেঁধে ডাকাতি: আতঙ্কে এলাকাবাসী

জাতীয় দৈনিক বাংলাদেশ প্রতিদিন প্রত্রিকার সম্পাদক ও প্রকাশক চেয়ারম্যান সাংবাদিকঃ মোং রিদুয়ান চৌধুরী 01307869794,01783309708
  • প্রকাশিত: শনিবার, ১২ জুলাই, ২০২৫
  • ৭৩ বার পড়া হয়েছে

 

নজরুল ইসলাম,গাজীপুর।

গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের নয়াপাড়া এলাকায় মোশারফ কম্পোজিট লিমিটেড নামে একটি কারখানার গোডাউনে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে এই ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় পুরো এলাকাজুড়ে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ১০ থেকে ১২ জনের একটি সশস্ত্র ডাকাত দল কাভার্ড ভ্যানে করে এসে কারখানার নিরাপত্তাকর্মীসহ উপস্থিত লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে ফেলে। এরপর ডাকাতরা গোডাউনে ঢুকে দাপটের সঙ্গে লুটপাট চালায়। এ সময় ডাকাতরা সাত টন সুতা এবং নগদ অর্থ সহ লুট করে নিয়ে যায়। যার বাজার মূল্য প্রায় ২৮ লক্ষ টাকার। ডাকাত দল ঘটনাস্থল ছাড়ার আগে গোটা এলাকার বিভিন্ন স্থানে থাকা সিসি ক্যামেরা ভাঙচুর করে, যাতে করে তাদের পরিচয় শনাক্ত করা না যায়।

মোশারফ কম্পোজিট লিমিটেডের প্রশাসন বিভাগের উপ-মহাব্যবস্থাপক ইউনুস আল মামুন জানান, “খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যাই। গিয়ে দেখি আমাদের কর্মীরা হাত-পা বাঁধা অবস্থায় পড়ে আছে। ডাকাতরা গোডাউনের মূল্যবান ২৮ লক্ষ টাকার মালামাল নিয়ে গেছে। এত বড় একটি ঘটনায় আমরা সবাই আতঙ্কিত।”

এ ঘটনায় কারখানার পক্ষ থেকে নবী নেওয়াজ  বাদী হয়ে জয়দেবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ আহমেদ এলাকায় আইন-শৃঙ্খলা স্বাভাবিক আছে দাবি করে তিনি বলেন, “ডাকাতির ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে এবং আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। এছাড়াও এলাকা জুড়ে নজরদারি বৃদ্ধি করা হয়েছে।”

এদিকে স্থানীয়রা অভিযোগ করেছেন, শিল্পাঞ্চল হলেও রাতের বেলা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পর্যাপ্ত টহল না থাকায় অপরাধীরা বারবার সুযোগ নিচ্ছে। তারা দ্রুত দোষীদের গ্রেফতার ও এলাকায় স্থায়ী নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছেন।

স্থানীয় বাসিন্দা তাজ উদ্দিন শরিফ ক্ষোভ প্রকাশ করে বলেন, “রাতের বেলা এত বড় ডাকাতি হলো, অথচ কোথাও পুলিশের টহল চোখে পড়েনি। এখন আমরা সবাই ভয়ে রাত কাটাই। প্রশাসনের উচিত এই এলাকায় নিয়মিত টহল ও নজরদারি নিশ্চিত করা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট