মোং রিদুয়ান চৌধুরী
মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, কেন্দ্রীয় পর্ষদ ঘোষিত সাংগঠনিক কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম চন্দনাইশ, সাতকানিয়া, লোহাগাড়া, বান্দরবান ও কক্সবাজার জেলার আওতাধীন সকল শাখা কমিটিসমূহের সাথে সাংগঠনিক সংলাপ ২০২৫ অনুষ্ঠিত হয়।
আজ ১২ জুলাই শনিবার বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ফলজ ও বনজ গাছ বিতরণের মধ্যে দিয়ে চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভায় মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশের চন্দনাইশ উপজেলার সাংগঠনিক সমন্বয়কারীবৃন্দের ব্যবস্থাপনায় দোহাজারী জামিজুরী আবদুর রহমান উচ্চ বিদ্যালয় হলরুমে দিনব্যাপী এই সাংগঠনিক সংলাপ অনুষ্ঠিত হয়।
মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশের কেন্দ্রীয় পর্ষদের সভাপতি রেজাউল আলী জসিম চৌধুরী’র সভাপতিত্বে অনুষ্ঠিত সংলাপে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশের কেন্দ্রীয় পর্ষদের সম্মানিত সদস্যবৃন্দ। সাংগঠনিক সংলাপ অনুষ্ঠানে মিজানুর রহমান, শাহ নেওয়াজ চৌধুরী ও শেখ মোহাম্মদ সোহেলের যৌথ সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন ডাক্তার আবদুর রহমান।
এ সময় আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় পর্ষদের সদস্য কাজী নিজামুল ইসলাম, অ্যাডভোকেট মোহাম্মদ রেজোয়ান নূর সিদ্দিকী, প্রফেসর আবু তাহের, এস এম মহিবুল্লাহ, এম আশরাফুজ্জামান, আশরাফ সিদ্দিকী, নাছির উদ্দীন, আক্কাস উদ্দিন চৌধুরী, কেন্দ্রীয় পর্ষদ অফিস কর্মকর্তা দৌলত প্রমুখ। চন্দনাইশ উপজেলার সকল নেতৃবৃন্দ উক্ত অনুষ্ঠানে অংশ নেন।