নিজস্ব প্রতিবেদক
গাইবান্ধা সাঘাটায় ভোগ দখলীয় জলাশয় অবৈধভাবে দখলের চেষ্টা চালায় সাঘাটা ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মোঃ আতিকুর রহমান, ও তার সাথে থাকা আতিক, মোহাম্মদ শহীদ ও আতিকুর দখলের চেষ্টা করেন। গত ৬ জুলাই দুপুর ১২টায় সাঘাটা ইউনিয়নে ইটাকুড়ি বাজার সংলগ্ন এ সময় মোছাঃ পারুল বেগম (৫৫)ভোগ দখলীয় এফ, সি ,ডি আই প্রকল্পের খন্ড জলাশয় জোরপূর্বক দখলের চেষ্টা করার বাধা দিলে তাকে মারপিট করা হয়। পরে আহত পারুল বেগমকে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়। এ ঘটনায় থানায় একটা এজাহার দায়ী করা হয়। অভিযোগে জানা যায় গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের অধীনে উপজেলা দক্ষিণ সাথালিয়া মৌর্জাস্ত একটি জলাশয় দীর্ঘদিন ধরে উল্লিখিত পারুল বেগম মৃত স্বামী আলম মিয়া বেঁচে থাকা অবস্থায় লেজ নিয়ে দখল করে খেয়ে আসছে । স্থানীয় আতিকুর রহমান, মোহাম্মদ শহীদ আতিক এই জলাশয় গত ৬ জুলাই দখল করতে গেলে বিধবা পারুল (৫৫) বেগমকে বাধা দিলে তাকে মারপিট করেন। এই নিয়ে ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে।