মোঃ শহিদুল ইসলাম
বিশেষ প্রতিনিধিঃ
বিশেষ আয়োজন:
বুধবার সন্ধ্যায় চট্টগ্রামজুড়ে উদ্ভাসিত হতে যাচ্ছে ‘জুলাইয়ের গান ও ড্রোন শো’, যেখানে সংগীত আর প্রযুক্তির মিশেলে তুলে ধরা হবে ১৯৭২ সালের জুলাই বিপ্লবের চেতনা।
১৫ জুলাই মঙ্গলবার রাতে সার্কিট হাউজে আয়োজিত সমন্বয় সভায় মূল পরিকল্পনা চূড়ান্ত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
ফারুকীর বার্তা:
“এই আয়োজন শুধু বিনোদন নয়, বরং এটি ইতিহাসের সাথে তরুণদের এক গভীর সংযোগ। ড্রোন শোর মাধ্যমে জুলাই বিপ্লবের প্রতীকী চিত্র ফুটিয়ে তোলা হবে।”
অনুষ্ঠানে অংশ নেবেন জনপ্রিয় ব্যান্ড দলসমূহ, যাদের সুরে বেজে উঠবে দেশের আত্মত্যাগ ও সংগ্রামের গল্প।
নিরাপত্তা ব্যবস্থা সর্বোচ্চ:
এই উন্মুক্ত জনসমাবেশকে কেন্দ্র করে সেনা, পুলিশ ও র্যাবের সমন্বয়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জরুরি সেবা, ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স ও মনিটরিং ইউনিট থাকবে প্রস্তুত।
সমন্বয় সভায় উপস্থিত ছিলেন—
মোঃ মফিদুর রহমান, সচিব, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়
ড. মোঃ জিয়াউদ্দিন, বিভাগীয় কমিশনার,চট্টগ্রাম
হাসিব আজিজ,পুলিশ কমিশনার
ফরিদা খানম, জেলা প্রশাসক,শেখ তৌহিদুল ইসলাম, প্রধান নির্বাহী কর্মকর্তা, চসিক