নজরুল ইসলাম,গাজীপুর।
গাজীপুর সদর উপজেলার বানিয়ারচালা এলাকায় অটোরিকশা গ্যারেজ ঘিরে চাঁদাবাজি, সন্ত্রাসী হামলা ও লুটপাটের অভিযোগ উঠেছে স্থানীয় একদল চিহ্নিত ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় আবু সাহিন নামের এক ভুক্তভোগী জয়দেবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগকারী আবু সাহিন জানান, তিনি নিজ বাড়ির পাশে অটোরিকশার একটি গ্যারেজ চালান। সম্প্রতি স্থানীয় কিছু ব্যক্তি গ্যারেজ থেকে জোরপূর্বক চাঁদা দাবি করতে থাকে। চাঁদা না দেওয়ায় গত ১৪ মে বিকেলে তার গ্যারেজে হামলা চালায় ফকরুল ইসলাম (৪৫), নজরুল ইসলাম (৪০) ফাহিম (২২) ফাহাদ (২৪) সহ আরও কয়েকজন। এ সময় তারা গ্যারেজে থাকা অটোরিকশার যন্ত্রাংশ, লোহার রড, হুইল, নাট-বল্টু ইত্যাদি ভাঙচুর করে ও লুটপাট চালায়।
হামলায় তার ছেলে ফজলুল করিম গুরুতর আহত হন। হামলাকারীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে এবং শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে হত্যার চেষ্টা চালায় বলে অভিযোগে উল্লেখ করা হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
এছাড়া হামলাকারীরা আবু সাহিনের কাছ থেকে নগদ ৪৫ হাজার টাকাও ছিনিয়ে নেয় বলে তিনি দাবি করেন।
আবু সাহিন অভিযোগ করেন, হামলাকারীরা একাধিকবার তার কাছে চাঁদা দাবি করে আসছিল। তিনি চাঁদা না দেওয়ায় তার ওপর ক্ষিপ্ত হয়ে পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে।
ঘটনার পর তিনি জয়দেবপুর থানায় লিখিত অভিযোগ দাখিল করেন এবং দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এ বিষয়ে জয়দেবপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, "লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।