মোঃ শহিদুল ইসলাম খান সিরাজগঞ্জঃ
,সিরাজগঞ্জ,১৮ জুলাই ২০২৫ ( বাসস) শুক্রবার সকাল ৭,০০ ঘটিকায় সিরাজগঞ্জের যমুনা নদীপাড়ে পানি উন্নয়ন বোর্ডের ক্রসবাঁধ ৩ চায়না বাঁধে হাজারো মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র গণআন্দোলনের জুলাই পুনর্জাগরণ ২০২৫ অনুষ্ঠানমালার অংশ প্রতীকী ম্যারাথন।
৮ জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা ২০২৫ এর প্রতীকী ম্যারাথন উপকমিটির আহবায়ক সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) গণপতি রায়ের পরিচালনায় প্রতীকী ম্যারাথন উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য বাখেন পুলিশ সুপার মোঃ ফারুক আহমেদ।
৩ কিলোমিটার দীর্ঘ জুলাই পুনর্জাগরণ প্রতীকী ম্যারাথনে বৈষম্য বিরোধী গণআন্দোলন গণঅভ্যুত্থানে সিরাজগঞ্জের শহীদ পরিবারের সদস্য, আহত ও আহত পরিবারের সদস্যরা,সরকারি বেসরকারি কর্মকর্তা-কর্মচারী,বীর মুক্তিযোদ্ধা, জুলাই আগষ্ট আন্দোলনের ছাত্র সমন্বয়ক,গণমাধ্যমেকর্মী,উন্নয়নকর্মী,মানবাধিকার কর্মী,খেলোয়াড়, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন সহ নানা শ্রেণী পেশার হাজারো মানুষ অংশ নেন।