কোটালীপাড়া( গোপালগঞ্জ) প্রতিনিধি : - শেখ কামরুজ্জামান( রানা )
গোপালগঞ্জের কোটালিপাড়ায় সহিংসতায় ১৫৫ জনের নাম উল্লেখ সহ অজ্ঞত ১৫শ জনকে আসামি করে সন্ত্রাস বিরোধী আইনে মামলা করেছে পুলিশ।
গত বুধবার কোটালীপাড়া উপজেলার অবদার হাটে আওয়ামী লীগের নেতা কর্মীরা জড়ো হয়ে বিক্ষোভ মিছিল করায় পুলিশ বাদী হয়ে কোটালীপাড়া থানায় একটি মামলা দায়ের করেন।
আজ শনিবার (১৯ জুলাই ) কোটালীপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই )উত্তম কুমার সেনের কাছে জানতে চাইলে তিনি বলেন গতকাল শুক্রবার ১৫৫ জনের নাম উল্লেখসহ ১ হাজার পাঁচশ জনকে অজ্ঞাত আসামী করে মোট ১৬৫৫ জনের নামে মামলা দায়ের করা হয়েছে।
এ বিষয়ে কোটালীপাড়া থানার অফিসার্স ইনচার্জ আবুল কালাম আজাদ (ওসি) বলেন বিশেষ ক্ষমতা আইনে ১৫ /১ -(ক ),১৫/১-( খ) ধারায় কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের ১৫৫ জনের নাম উল্লেখ সহ ১৫শ জনকে অজ্ঞাত আসামী করে এ মামলা দায়ের করা হয়েছে।
এদের মধ্যে আমরা শুক্রবার ১২ জন এবং শনিবার ১০ জন মোট ২২ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি।বাকি আসামিদের গ্রেপ্তারে মাঠে অভিযান চলছে।
১৯/৭/২৫ ইং
০১৭১৮ ০৬৬ ০১৮ /