ভাংগা উপজেলা ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের সারশাকান্দি গ্রামে পানিতে ডুবে এক ভ্যানচালক নুর মোহাম্মদের (৪০)নামে মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যায় সারশাকান্দি খালের ভিতরে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়েছে। সে উক্ত গ্ৰামের আউয়াল শেখের ছেলে। সে মৃগী রোগী ছিল বলে জানা গেছে।
আলগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ম ম সিদ্দিক মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আজ দুপুরে পিতার সাথে পাট ধোয়ার জন্য খালের ভিতরে যায় সে। পিতা পাট ধুয়ে বাড়িতে ফিরলেও ছেলে আর বাড়িতে ফেরেনি। বিকেল পর্যন্ত তল্লাশি করেও তার কোন সন্ধান পাওয়া যায়নি। সন্ধায় খালের পানিতে তার লাশ ভেসে উঠলে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে