তপন দাস, নীলফামারী
নীলফামারীর ডিমলা উপজেলার শেখ ফজিলাতুন্নেছা মুজিব বালিকা বিদ্যালয়ের নাম পরিবর্তন করে নতুন নামকরণ করা হয়েছে “বাবুরহাট বালিকা বিদ্যালয়। বুধবার (২৩ জুলাই) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে নতুন নামফলক (সাইনবোর্ড) স্থাপন করা হয়।
এ উপলক্ষে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মজিবুর রহমান। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিমলা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদিউজ্জামান রানা।
এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, কর্মচারী, অভিভাবক ও ছাত্রীরা উপস্থিত ছিলেন।
নতুন নামকরণের মাধ্যমে স্থানীয়ভাবে বিদ্যালয়টি নতুন পরিচয়ে পরিচিতি লাভ করবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।