নজরুল ইসলাম,গাজীপুর
গাজীপুর সদর উপজেলায় অবৈধ গ্যাস সংযোগ ব্যবহারের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এক নারীকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। গাজীপুর জেলা প্রশাসন ও তিতাস গ্যাস কর্তৃপক্ষ যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।
বুধবার (২৩ জুলাই) দুপুর থেকে শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত গাজীপুর সদর উপজেলার (বাঘেরবাজার) শিরিরচালা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
তিতাস গ্যাস গাজীপুর আঞ্চলিক কার্যালয়ের ব্যবস্থাপক (প্রকৌশলী) মোস্তফা মাহবুব জানান, গোপন সংবাদের ভিত্তিতে শিরিরচালা এলাকার শাহজাহান নামে এক ব্যক্তির বাড়িতে অভিযান চালানো হয়। পরে ওই বাড়িসহ আশপাশের আরও কয়েকটি বাড়িতে অবৈধভাবে সংযোগ দেওয়া প্রায় ৫০টি ডাবল চুলার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এছাড়া প্রায় ২০০ ফুট গ্যাস সরবরাহ পাইপ অপসারণ করা হয়।
অভিযান চলাকালে শাহজাহানের স্ত্রী জোসনা বেগম অবৈধ গ্যাস ব্যবহার করার দায়ে এক লাখ টাকা জরিমানা করা হয়। এসময় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন গাজীপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুশফিক-উল-আলম। অভিযানের সময় শাহজাহানসহ অন্যান্য অভিযুক্ত ব্যক্তিরা পালিয়ে যায়।
অভিযানে আরও উপস্থিত ছিলেন তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের উপব্যবস্থাপক (প্রকৌশলী) শেখ জাবের নূরানী, সরকারি প্রকৌশলী হাসান আল ফয়সাল, মোহাম্মদ শাকিল আহমেদ, সোহেল আহমেদ এবং উপসহকারী প্রকৌশলী মনি শংকর।
তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, অবৈধ গ্যাস সংযোগ ব্যবহারকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।