স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :
পরিবেশ সংরক্ষণ ও সৃষ্টির প্রতি দায়িত্ববোধের অংশ হিসেবে মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ,কেন্দ্রীয় পর্ষদ ঘোষিত দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ২৫ জুলাই শুক্রবার মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, ফটিকছড়ি-দক্ষিণ পাইন্দং শাখার উদ্যোগে পাইন্দং এলাকার নিম্নোক্ত প্রতিষ্ঠানগুলোতে বৃক্ষরোপণ কার্যক্রম সম্পন্ন করা হয়েছে -
১) মৌলানা রহমত উল্লাহ শাহ(র) এর মাজার কমপ্লেক্স
২) দক্ষিণ পাইন্দং রহমতিয়া আহমদিয়া হেফজখানা ও এতিমখানা প্রাঙ্গণ
৩) পাটিয়ারকুল হযরত শাহ আমানত (র) জামে মসজিদ
৪) ঐতিহাসিক পেলাগাজীর দিঘী জামে মসজিদ এলাকা।
উক্ত উদ্যোগে উপস্থিত ছিলেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ,কেন্দ্রীয় পর্ষদ- সদস্য দিদারুল আলম ।
অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন কাশেম, গোলাপ মওলা গোলাপ, সভাপতি কামরুল ইসলাম, মাহাবুল আলম কোম্পানি, সাধারণ সম্পাদক প্রকৌশলী তানভীর হাসনাত মহিউদ্দিন চৌধুরী, মো: ইসমাইল, বীর মুক্তিযোদ্ধা ইউসুপ, উল্লেখিত প্রতিষ্ঠান'র প্রতিনিধিবৃন্দ, মো: ইয়াছিন, মো: শহিদুল, জয়নাল আবেদিন মিম্পা, মো: রায়হানুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠিত পরিবেশবান্ধব এই প্রয়াসটি মাসব্যাপী চলমান থাকবে।
বিকাল ০৩:০০ ঘটিকা হতে উক্ত কমিটির উপদেষ্টা আলহাজ্ব আমান উল্লাহ কোম্পানির বাসভবনে প্রায় ১১০ জন সদস্যের উপস্থিতিতে ১৫ জন সদস্য বিশিষ্ট একটি মহিলা শাখা কমিটি গঠন করা হয় এবং মাগরিব হতে শাখার অস্হায়ী কার্যালয়ে শোহাদায়ে কারবালা সংক্রান্ত আলোচনার ও মাসিক সভা অনুষ্ঠিত হয়।
পরিশেষে মিলাদ কিয়াম ও মোনাজাতে বিশ্বমানবতার কল্যাণ কামনার মাধ্যমে দিনব্যাপি কর্মসূচীর সমাপ্তি হয়।