মোঃ শহিদুল ইসলাম খান সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জ বেলকুচি উপজেলায় “জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ” শীর্ষক এক ব্যতিক্রমধর্মী আলোচনা সভা, শপথ বাক্য পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ জুলাই) সকাল ১১,০০ ঘটিকায় বেলকুচি উপজেলা অডিটোরিয়াম রুমে এ অনুষ্ঠান আয়োজন করেন উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরিন জাহান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাসনাত জাহান, ছাত্র প্রতিনিধি মুসা হাসেমী ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা দেবাশীষ কুমার।
এ সময় আরও উপস্থিত ছিলেন সাংবাদিক, শিক্ষক, ছাত্র এবং সমাজের অন্যান্য বিভিন্ন পেশার পদবীর জনগণ।
দিনব্যাপী আয়োজনের অংশ হিসেবে সমাজসেবা অধিদপ্তরে নিবন্ধিত স্বেচ্ছাসেবী সংগঠন “অলওয়েজ”-এর উদ্যোগে গ্রুপিং ক্যাম্পেইন পরিচালিত হয়।
অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক, সরকারি কর্মকর্তা এবং বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। সবাই সমাজ গঠনে সচেতনতা, নৈতিকতা ও দায়িত্ববোধে উদ্বুদ্ধ হয়ে শপথ গ্রহণ করেন।
আলোচনা সভা শেষে অনুষ্ঠিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় শিল্পীরা দেশাত্মবোধক গান, কবিতা আবৃত্তি ও নাটিকা পরিবেশন করেন।
বক্তারা বলেন, “এ ধরনের আয়োজন নতুন প্রজন্মকে দেশপ্রেম, নৈতিকতা ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”