জাহিদ হাসান
সারাদেশের ন্যায় জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে লাখো কণ্ঠে শপথ পাঠে ভারচুয়ালীর মাধ্যমে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ন ও মহিলা এবং শিশু বিষয়ক মন্ত্রণালয়ন উপদেষ্টা শারমীন এস মুরশিদ শপথ বাক্য পাঠ করান কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে।
শনিবার (২৬শে জুলাই) সকাল ১০ টায় উপজেলা পরিষদের হলরুমে ভেড়ামারা উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে এই শপথ গ্রহণ ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম।
উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ ইমদাদুল হক বিশ্বাসের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভেড়ামারা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আনোয়ার হোসাইন, উপজেলা বিআরডিবি কর্মকর্তা মো: জহির উদ্দিন, ভেড়ামারা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস, ভেড়ামারা প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ আব্দুল মান্নান, উপজেলা বন কর্মকর্তা জাহিদ হাসান, জাতীয় মহিলা সংস্থার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মোহাঃ আসমান আলী, মহিলা সংস্থার প্রশিক্ষণার্থী উম্মে সালমা।
এছাড়াও জাতীয় মহিলা সংস্থা ভেড়ামারা উপজেলা কার্যালয়ের ৩০ জন সেলাই ও এমব্রয়ডারি প্রশিক্ষণার্থীসহ সর্বস্তরের মানুষ অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন।