বিশেষ প্রতিনিধি :
দীর্ঘ ৪৪ বছর পর নেতৃত্বে পরিবর্তন আসছে বাংলাদেশের মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী দল আওয়ামী লীগে। দলটির বর্তমান সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় দলের নতুন কাণ্ডারি হিসেবে দায়িত্ব নিচ্ছেন। সম্প্রতি ভারতে অবস্থানরত দলীয় সভাপতি শেখ হাসিনা এবং পরিবারের ঘনিষ্ঠজনদের এক বৈঠকে এই যুগান্তকারী সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে একটি বিশ্বস্ত দলীয় সূত্র নিশ্চিত করেছে।
সূত্র জানায়, দলের ভবিষ্যৎ নেতৃত্ব নির্ধারণের লক্ষ্যে শেখ হাসিনা তাঁর বোন শেখ রেহানাসহ পরিবারের সদস্যদের নিয়ে আলোচনায় বসেন। এর আগে তিনি দলের সিনিয়র নেতা এবং বিভিন্ন জেলার নেতাদের সাথেও ভার্চুয়াল বৈঠকের মাধ্যমে পরামর্শ করেন। দীর্ঘ আলোচনার পর, বর্তমান সংকটময় পরিস্থিতিতে দলকে নতুন করে সংগঠিত করতে সজীব ওয়াজেদ জয়কে সভাপতির দায়িত্ব দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত জানান তিনি।
শুধু সভাপতিই নন, দলের সাধারণ সম্পাদক পদেও নতুন মুখ খোঁজা হচ্ছে। এই পদে একজন তরুণ, মেধাবী ও দক্ষ নেতাকে আনার কথা ভাবা হচ্ছে। দলের এই কঠিন সময়ে সাংগঠনিক কার্যক্রম সচল রাখতে এবং ভবিষ্যতের জন্য একটি শক্তিশালী ভিত্তি তৈরি করতে দুই জন গুরুত্বপূর্ণ নেতাকে একটি বিশেষ তহবিল গঠনের দায়িত্বও দেওয়া হয়েছে।
সংকটময় প্রেক্ষাপট ও নতুন নেতৃত্ব
গত বছরের ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে আওয়ামী লীগের কার্যক্রম বাংলাদেশে কার্যত নিষিদ্ধ রয়েছে। এর আগে দলটি টানা ১৬ বছর ক্ষমতায় ছিল। বর্তমানে দলের বহু নেতাকর্মী জুলুম-নির্যাতনের শিকার এবং সাংগঠনিকভাবে দলটি বেশ বিপর্যস্ত অবস্থায় রয়েছে বলে জানা গেছে। দলীয় সভাপতি শেখ হাসিনাসহ অনেক কেন্দ্রীয় নেতাই এখন ভারতে অবস্থান করছেন।
এমন পরিস্থিতিতে দলকে পুনর্গঠিত করার গুরুদায়িত্ব কাঁধে নিচ্ছেন সজীব ওয়াজেদ জয়। এর আগে, ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর দল যখন ছিন্নভিন্ন, তখন ১৯৮১ সালে ভারতে নির্বাসিত অবস্থায় শেখ হাসিনাকে দলের সভাপতি নির্বাচিত করা হয়েছিল। দেশে ফিরে তিনি দলকে সংগঠিত করে দীর্ঘ ২১ বছর পর ১৯৯৬ সালে ক্ষমতায় নিয়ে আসেন। এবার ইতিহাসের পুনরাবৃত্তি ঘটিয়ে আরেক সংকটকালে দলের হাল ধরতে আসছেন বঙ্গবন্ধু পরিবারের তৃতীয় প্রজন্মের এই সদস্য।
দলীয় সূত্রগুলো আরও জানিয়েছে, নতুন কমিটিতে অভিজ্ঞ প্রবীণ নেতাদের পাশাপাশি একঝাঁক তরুণ নেতৃত্বকে সামনে নিয়ে আসা হবে। খুব শিগগিরই নতুন এই নেতৃত্বের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।