মোঃ ইকরামুল হক রাজিব বিশেষ প্রতিনিধি
যশোরের শার্শা উপজেলায় ৮০ (আশি) পিস ইয়াবাসহ আসাদুল মোল্লা (৩০) নামে এক যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা।
সোমবার (২৮ জুলাই) বিকাল ৫টার দিকে উপজেলার পশ্চিম কোটা এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক আাসাদুল মোল্লা শার্শা উপজেলার ৭ নং কায়বা ইউনিয়নের পশ্চিম কোটা গ্রামের ওয়াজেদ আলী মোল্লার ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিস সূত্রে জানা গেছে, মাদক বেচাকেনার গোপন সংবাদের ভিত্তিতে’ উপ-পরিদর্শক শেখ আবুল কাশেমের সমন্বয়ে একটি টিম শার্শা উপজেলার পশ্চিম কোটা গ্রামে অভিযান চালিয়ে ৮০ (আশি) পিস ইয়াবাসহ তাকে হাতেনাতে আটক করেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোর এর উপ-পরিচালক আসলাম হোসেন আটকের বিষয়টি নিশ্চিত করে ভোরের ডাককে জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে’ জব্দকৃত মাদক ও আসামীকে শার্শা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।