রূপগঞ্জ(নারায়ণগঞ্জ) প্রতিনিধি
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার কর্ণগোপ এলাকার শামসুদ্দোহা(৬৮) নামের এক বৃদ্ধ বাম পায়ে গুলিবিদ্ধ হয়েছে। গত ২৮জুলাই সোমবার রাতে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের সন্ত্রাসীরা তার কর্ণগোপ গ্রামের বাড়ির সামনে তাকে গুলি করে। তার ডাক-চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় প্রাইভেট হাসপাতালে ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
চিকিৎসকরা জানিয়েছেন, গুলিবিদ্ধ শামসুদ্দোহা এখন আশঙ্কামুক্ত।
রূপগঞ্জ থানা ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।