1. live@www.dainikbangladeshpratidin.online : দৈনিক বাংলাদেশ প্রতিদিন : দৈনিক বাংলাদেশ প্রতিদিন
  2. info@www.dainikbangladeshpratidin.online : দৈনিক বাংলাদেশ প্রতিদিন :
বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ১০:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :

বদলগাছীতে সাংবাদিক সাগরের দোকান চুরি।   

জাতীয় দৈনিক বাংলাদেশ প্রতিদিন প্রত্রিকার সম্পাদক ও প্রকাশক চেয়ারম্যান সাংবাদিকঃ মোং রিদুয়ান চৌধুরী 01307869794,01783309708
  • প্রকাশিত: বুধবার, ৩০ জুলাই, ২০২৫
  • ৩৬ বার পড়া হয়েছে

 

আবু রায়হান লিটন স্টাফ রিপোর্ট নওগাঁঃ

নওগাঁর বদলগাছী খাদ্য গুদাম সংলগ্ন সাংবাদিক সানজাদ রয়েল সাগরের কীটনাশক দোকানের দেয়াল কেটে  চুরির ঘটনা ঘটেছে। চুরি যাওয়া পণ্যের আনুমানিক মূল্য প্রায় ৭ লাখ টাকা বলে জানিয়ছে দোকান মালিক সাগর।

দোকানের ম্যানেজার জাহিদুল ইসলাম জানান, প্রতিদিনের ন্যায় সকালে দোকান খুলে দেখি দোকান ঘরের সবকিছু তছনছ। এরপর দোকানের গোডাউনের পূর্ব দিকের দেয়ালে কাটা অংশ দেখতে পাই। ধারণা করা হচ্ছে, ওই দিক দিয়েই চোর কৃষি খেতে ব্যবহার যোগ্য কীটনাশক সহ মূল্যবান মালামাল নিয়ে গেছে।

ব্যবসায়ী ও সাংবাদিক সাগর বলেন, দোকানের ম্যানেজার ফোনে জানায় দোকান চুরি হয়েছে। সঙ্গে সঙ্গে দোকানে এসে দেখি পূর্বদিকের ১০ ইঞ্চি দেওয়াল কেটে  পুরো দোকানের কীটনাশক পণ্য চুরি করে নিয়ে গেছে। চোরেরা পরিকল্পিতভাবে দেয়াল কেটে ভেতরে ঢুকে আমার প্রায় ৮ লাখ টাকার কীটনাশক ও অন্যান্য পণ্য নিয়ে গেছে।

মূল সড়ক সংলগ্ন এমন দুঃসাহসিক চুরির ঘটনায় বাজারের অন্যান্য ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তারা অভিযোগ করে বলেন, বাজার এলাকায় পুলিশের টহল কার্যক্রম অনেকটাই অনিয়মিত। ফলে নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে।

স্থানীয় ব্যবসায়ীরা বাজার এলাকায় রাতের বেলায় নিয়মিত পুলিশি টহল জোরদারের দাবি জানিয়েছেন।

ঘটনার খবর পেয়ে বদলগাছী থানার অফিসার ইনচার্জ আনিসুর রহমান তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, আমরা ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট