ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মানিকদহ ইউনিয়নের মাঠজাহানপুর গ্রামে এক প্রবাসীর বাড়ীতে বিয়ের পর স্বামীর স্বীকৃতির দাবীতে অবস্থান কর্মসূচি পালন করছে এক তরুণী। এখন ওই তরুণী তার স্বামীর বাড়িতে অবস্থান করছে। এ নিয়ে দাবী আদায়ে ওই বাড়িতে অবস্থানকালে ওই তরুণীকে ওই প্রবাসীর ভাবী,বোন সহ পরিবারের সদস্যরা তাকে এবং সঙ্গে আসা বাবাকেও মারধোর,টেনেহিঁচড়ে লাঞ্ছিত করে।
এ ঘটনায় ওই নারী ভাঙ্গা থানায় একটি অভিযোগ দায়ের করেন। জানা গেছে, ওই গ্রামের মৃত সানোয়ার আলীর ছেলে সৌদি আরব প্রবাসী রুবেল মিয়ার সাথে চাঁদপুরের খলিল খানের মেয়ে জনৈকা সুমাইয়া(২৭):সাথে দুজনেই সৌদি আরবে অবস্থানকালে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। পরে একপর্যায়ে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। এ নিয়ে তারা দু,বছর সংসার করে বলে ভুক্তভোগী নারী অভিযোগ করেন। এ সময় তার উপার্জন করা প্রায় ১০ লাখ টাকা আত্মসাৎ করে। ভুক্তভোগী নারী অভিযোগ করে বলেন,তাকে ছুটিতে যাওয়ার কথা বলে কৌশলে বাড়িতে পাঠিয়ে দেয়। পরে তার সাথে যোগাযোগ করলে বিয়ের কথা অস্বীকার করে মোবাইল যোগাযোগ বন্ধ করে দেয়। সরেজমিনে গিয়ে দেখা যায় ওই নারী একটি ঘরে মানবেতর পরিবেশে অবস্থান করছে। সাংবাদিকদের সামনেই দুই মহিলা মারতে উদ্বৃত হয় এবং ওই নারীর বক্তব্য নিতে বাধা প্রদান করে। এদিকে এলাকায় ওই নারীর পক্ষ বিপক্ষ সক্রিয় রয়েছে। স্থানীয় জামাল ব্যাপারী,সমশের ব্যাপারী,মনু মাতুব্বর সহ কয়েকজন নারীর পক্ষ নিয়ে তাকে সুরক্ষা দিচ্ছেন। অপরদিকে এলাকার মনির মাতুব্বর, আক্কাস মিয়া,কাশেম মাতুব্বর সহ কয়েকজন ওই নারীর বিপক্ষে অবস্থান নিয়ে তাকে হয়রানির চেষ্টা করছে। এ নিয়ে দু,পক্ষ অবস্থান নিয়ে সকালেই দেশীয় অস্ত্রের মহড়া দেয়।
এ ব্যাপারে স্থানীয় মানিকদহ ইউপি চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম বাচ্চু বলেন, খবর পেয়ে লোকমারফত উভয় পক্ষকে মীমাংসার জন্য বলেছি।দু,পক্ষ রাজি থাকলে আমি শালিসের মাধ্যমে মীমাংসার চেষ্টা করতে পারি।