1. live@www.dainikbangladeshpratidin.online : দৈনিক বাংলাদেশ প্রতিদিন : দৈনিক বাংলাদেশ প্রতিদিন
  2. info@www.dainikbangladeshpratidin.online : দৈনিক বাংলাদেশ প্রতিদিন :
বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ০৭:১৪ অপরাহ্ন
শিরোনাম :
ধানের শীষে ভোট চেয়ে শ্রমিক দলের সাধারণ সম্পাদক ফজলুল করিম লাকির নেতৃত্বে লিফলেট বিতরণ রামপালে রেলওয়ে স্টেশন চালুর দাবিতে এলাকাবাসীর স্বারকলিপি প্রদান বেলকুচিতে দেলুয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার শিক্ষার্থী বিদ্যুৎপৃষ্ঠে নিহত ১ জন আহত ১জন – “দি ইউনিভার্সিটি অফ কুমিল্লার সনদ দিয়ে এমপিও বেতন করতে কোন সমস্যা বাধা নেই, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ও শিক্ষা মন্ত্রণালয় অনুমতি অনুমোদন প্রাপ্ত, সরকারি ভাবে শিক্ষক, প্রভাষক, গ্ৰন্থাগারিক নিয়োগ প্রাপ্তদের তাদের বেতন ও এমপিও পেতে কোন বাধা নেই। ধর্মপাশা উপজেলা নবগঠিত প্রেসক্লাবের দুই বছর মেয়াদি কমিটি গঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বেলকুচি উপজেলায় আলোচনা ও নির্বাচনী প্রচারনা সভা অনুষ্ঠিত- ইসলামী আন্দোলন বাংলাদেশ দৌলতপুর ইউনিয়ন শাখার উদ্যোগে কর্মী সম্মেলন অনুষ্ঠিত – বেলকুচি থানা পুলিশ প্রশাসন তৎপরতায় বৃদ্ধ ফিরে পেল তার পরিবার – বাগেরহাটের সংসদীয় আসন ৪ টি ই থাকবে, নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অবৈধ- হাইকোর্ট

বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল মোংলা উপজেলা শাখার আয়োজনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

জাতীয় দৈনিক বাংলাদেশ প্রতিদিন প্রত্রিকার সম্পাদক ও প্রকাশক চেয়ারম্যান সাংবাদিকঃ মোং রিদুয়ান চৌধুরী 01307869794,01783309708
  • প্রকাশিত: শুক্রবার, ১ আগস্ট, ২০২৫
  • ২৫৪ বার পড়া হয়েছে

 

মোঃ ইকরামুল হক রাজীব
বিশেষ প্রতিনিধি

নির্বাচন কমিশনের গণবিরোধী ও ষড়যন্ত্রমূলক সিদ্ধান্তের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে মোংলার রাজপথ। বাগেরহাট-৩ (রামপাল-মোংলা) আসন অন্য আসনের সঙ্গে একীভূত করার সিদ্ধান্তের প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি আয়োজিত বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

শুক্রবার (৩১ জুলাই২৫) বিকেলে বিএনপির কেন্দ্রীয় কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ মোঃ শামীমুর রহমান শামীমের নেতৃত্বে মোংলা শহরের প্রধান প্রধান সড়কে মিছিলটি প্রদক্ষিণ করে মোংলা পৌর চত্বরে সমাবেশে মিলিত হয়।

এ সময় মোংলা উপজেলা শ্রমিক দলের সভাপতি মোঃ জামাল হোসেনের সভাপতিত্বে পুরো কর্মসূচি পরিচালিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে কৃষিবিদ মোঃ শামীমুর রহমান শামীম বলেন, “একটি জনবিচ্ছিন্ন সরকারকে টিকিয়ে রাখতে যারা নির্বাচনী ব্যবস্থাকে কবর দিতে চায়, নির্বাচন কমিশনের এই সিদ্ধান্ত তারই প্রমাণ। বাগেরহাট-৩ আসন বিলুপ্ত করে রামপাল ও মোংলার মানুষের রাজনৈতিক অধিকার হরণ করা হয়েছে। এটি গণতন্ত্র, ইতিহাস ও এলাকার জনগণের সঙ্গে নির্মম প্রতারণা।”

তিনি আরও বলেন, “এই আসনের জনগণ নদীভাঙন, জলাবদ্ধতা, শিল্প দূষণের মতো নানা সমস্যায় জর্জরিত। সেই মানুষের কণ্ঠস্বর সংসদে তোলার সাংবিধানিক অধিকারও কেড়ে নেওয়া হলো। নির্বাচন কমিশনের এই সিদ্ধান্ত দলীয় নয়, এটি জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা। আমরা এই ষড়যন্ত্র রুখবই।”

সমাবেশে বিএনপি নেতা মোঃ এমরান হোসেন বলেন, “জনগণের ভোটে নির্বাচিত নয় বলেই সরকার জনগণের ভয় করে। তাই তারা আসন কেটে রাজনৈতিক অধিকার কেড়ে নিতে চায়।”

মোংলা উপজেলা যুবদল সভাপতি মোঃ সাইফুল ইসলাম (বস) বলেন, “আমরা এই অন্যায়ের বিরুদ্ধে রাজপথে আছি, থাকব এবং প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব।”

এছাড়া বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দও সমাবেশে বক্তব্য রাখেন এবং সিদ্ধান্ত বাতিল না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারীরা “আসন কাটা চলবে না”, “গণবিরোধী সিদ্ধান্ত মানি না”, “রামপাল-মোংলা আমাদের অধিকার” ইত্যাদি স্লোগানে মুখরিত করে তোলে গোটা মোংলা শহর।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট