মোঃ শহিদুল ইসলাম
বিশেষ প্রতিনিধিঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচিকে “গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠার রূপরেখা” বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও দলটির কেন্দ্রীয় নেতা ডা. শাহাদাত হোসেন।
রোববার (৩ আগস্ট) দুপুরে মেয়রের নগর ভবনের কার্যালয়ে বিএনপির ৩১ দফা কর্মসূচির ক্যালেন্ডার হস্তান্তর অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর নিয়াজ মোহাম্মদ খান মেয়রের হাতে এ ক্যালেন্ডার তুলে দেন।
ডা. শাহাদাত হোসেন বলেন, “বিদ্যমান রাষ্ট্রকাঠামোতে জনগণের স্বপ্ন পূরণ সম্ভব নয়। তাই সময়োপযোগী রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক সংস্কারের রূপরেখা হিসেবেই এই ৩১ দফা দিয়েছেন তারেক রহমান। দেশের কাঙ্ক্ষিত রূপান্তরের পথে এটি প্রথম ধাপ।”
তিনি আরও বলেন,“এই কর্মসূচি বাস্তবায়নে দলের সকল স্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হতে হবে। জনগণের মাঝে বার্তা পৌঁছে দিতে হবে সংগঠিতভাবে।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ফয়েজুল ইসলাম, ২৩ নম্বর উত্তর পাঠানটুলি ওয়ার্ড বিএনপির আহ্বায়ক মো. আব্দুল হালিম, বিএনপি নেতা রফিক মেম্বার, যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান, সদস্য আব্দুল আজিম, মোসলেম উদ্দিন, সিরাজুল হক, আনু মিয়া বাবুল এবং যুবদল নেতা মো. জাহেদ প্রমুখ।