নজরুল ইসলাম,গাজীপুর।
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে বিজয় র্যালী অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৫ আগস্ট)বিকেলে ঢাকা ময়মনসিংহ মহা সড়কের গাজীপুর সদর উপজেলার হোতাপাড়া এলাকায় সদর উপজেলা বিএনপির উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
গাজীপুর সদর উপজেলা বিএনপির সভাপতি আবু তাহের মুসল্লীর সভাপতিত্বে ও সদস্য সচিব আবু বক্কর সিদ্দিকীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও গাজীপুর জেলা বিএনপির ১নং যুগ্ন আহবায়ক অধ্যাপক রফিকুল ইসলাম বাচ্চু।
এসময় আরো উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ফজলুল হক মুসল্লী,শহিদুল্লাহ কাজী,ভাওয়ালগড় ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মুজিবুর রহমান,জেলা যুবদলের যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম,কাউছার মোল্লা,শরিফুল ইসলাম শরিফ,সদর উপজেলা সেচ্চাসেবক দলের সদস্য সচিব ইউনুছ আলী নছ মিয়া সহ উপজেলা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা।
শোক সভার আলোচনা শেষে জুলাই স্বৈরাচার বিরোধী আন্দোলনে নিহতদের স্মরণে এবং আহতদের সুস্থতা কামনা বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।