মোঃ ইকরামুল হক রাজিব
বিশেষ প্রতিনিধি
রামপালে গণ-অভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষ্যে বিএনপির বিজয় র্যালি অনুষ্ঠিত।
বাগেরহাট জেলা রামপাল উপজেলা বিএনপির আয়োজনে জুলাই গণ-অভ্যুত্থানের এক বছর পূর্তিতে বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ১১ ঘটিকায় রামপাল সদরে বাসষ্ট্যান্ড থেকে বর্ণাঢ্য বিজয় র্যালি বের করে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার ও বাসস্ট্যান্ড এসে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
উক্ত বর্ণাঢ্য বিজয় র্যালির সমাবেশে রামপাল উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী জাহিদুল ইসলাম এর সঞ্চালনায় ও উপজেলা বিএনপির সভাপতি হাফিজুর রহমান হাফিজ এর সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করে।
এসময় বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য মোঃ শারাফাত হোসেন, মাষ্টার মুজিবুর রহমান জোয়ার্দার, আমিরুল ইসলাম কুটি, মহিলা দলের সভানেত্রী লুৎফুন্নাহার, যুবদল এর আহয়বায়ক জিয়াউর রহমান জিয়া, সদস্য সচিব মোঃ বাচ্চু শেখ, ছাত্রদল এর আহয়বায়ক তরিকুল ইসলাম শোভন, বাইনতলা ইউনিয়ন মহিলা দলের সভানেত্রী লিপি আক্তার, এছাড়া ও বিএনপি’র সকল অংগ সহযোগী সংগঠন এর সকল নেতাকর্মীরা।
উক্ত সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা ঐতিহাসিক জুলাই বিপ্লবের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করেন।
বক্তারা বলেন, ফ্যাসিবাদের দোসররা সব-সময় দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশে ফ্যাসিবাদের কোনো স্থান নেই।
বক্তারা আরো বলেন, আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সে লক্ষ্যে বিএনপি নেতাকর্মীদের এখন থেকেই ঘরে ঘরে গিয়ে দেশনায়ক তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচি জনগণের মাঝে পৌঁছে দিতে হবে। জনগণের রায় নিয়ে বিএনপি পুনরায় রাষ্ট্রক্ষমতায় ফিরে এসে একটি উন্নত, গণতান্ত্রিক, সুশৃঙ্খল ও মানবিক বাংলাদেশ গড়ে তুলবে—যেখানে থাকবে বাকস্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতা ও ভিন্নমতের স্বাধীনতা।
সমাবেশে বক্তারা আরও বলেন, ভবিষ্যতে যেন আর কোনো স্বৈরশাসক জাতির ওপর চেপে বসতে না পারে, সে লক্ষ্যে বিএনপি নিরলসভাবে কাজ করে যাবে।