বিলাল উদ্দিন, বিশেষ প্রতিনিধিঃ
বাংলাদেশের বেসরকারি স্যাটেলাইট চ্যানেল এস এ টিভির কুয়েত প্রতিনিধি স্কাইটাচ ট্রাভেলসের চেয়ারম্যান মোহাম্মদ সেলিম হাওলাদারদের রোগমুক্তি কামনায় দোয়া মোনাজাত করা হয়।
শনিবার ০২ আগস্ট রাত ১০ টায় স্কাইটাচ ট্রাভেলস আব্বাসিয়া কার্যালয়ে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক হোসনে মোবারকের সঞ্চালনায় উক্ত দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন বাংলার আলো স্পোর্টিং ক্লাবের সভাপতি দেলোয়ার হোসেন,সাধারণ সম্পাদক মঞ্জুর হোসেন,উপদেষ্টা কামরুল হোসেন,ব্যবসায়ী মোহাম্মদ রাজু, যমুনা টিভি প্রতিনিধি হেব্জু মিয়া,জি টিভি প্রতিনিধি আলাল আহমেদ,একুশে টিভি প্রতিনিধি আনোয়ার আকাশ
স্কাইটাচ ট্রাভেলসের অন্যান্য ব্রাঞ্চ, এজেন্টের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।
সেলিম হাওলাদার সম্প্রতি থাইল্যান্ডের একটি হাসপাতালে সফল অস্ত্রপ্রচার শেষে কুয়েত আগমন ও মোঃ তানভীর হোসেনের প্রত্যাবর্তন উপলক্ষে সৌজন্য সাক্ষাত ও শুভেচ্ছা বিনিময় করেন।
স্কাইটাচ ট্রাভেলসের চেয়ারম্যান সাংবাদিক মোহাম্মদ সেলিম হাওলাদার বলেন,পরিবার প্রিয়জন ছাড়া প্রবাসে একাকিত্ব জীবন কর্মব্যস্তায় ফলে নিজের স্বাস্থ্যের প্রতি উদাসীন হয়ে যান। একটা সময় জটিল ও কঠিন রোগে আক্রন্ত হয়ে যায়