নুর ইসলাম নোবেল, রংপুর ব্যুরো চিফ:
গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ-এর স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে (৩৮) প্রকাশ্যে জবাই করে হত্যা এবং দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার সাংবাদিক আনোয়ার হোসেনকে সন্ত্রাসী কায়দায় রাস্তার পাশে ফেলে ইট দিয়ে পা থেঁতলে দেওয়ার ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদে গঙ্গাচড়া উপজেলা প্রেসক্লাব মানববন্ধন ও সমাবেশ পালন করেছে।
শনিবার (৯ আগস্ট ২০২৫) সকাল ১০টা ৩০ মিনিটে গঙ্গাচড়া জিরো পয়েন্টে অনুষ্ঠিত এ কর্মসূচিতে গঙ্গাচড়া উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে সাংবাদিকরা উপস্থিত ছিলেন। তারা প্ল্যাকার্ড হাতে সাংবাদিক নির্যাতন ও হত্যার প্রতিবাদে অবস্থান নেন।
সমাবেশে বক্তারা সাংবাদিকদের ওপর ক্রমবর্ধমান হামলা, হুমকি ও নির্যাতনের তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। একই সঙ্গে গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তারা