নজরুল ইসলাম,গাজীপুর।
গাজীপুরের রাজেন্দ্রপুর রেঞ্জের আওতাধীন পূর্ব বিট এলাকার ৪৯ নং কাপিলাতলি মৌজার কাপিলাতলি গ্রামে বনভূমি উদ্ধারের পর চারা রোপণ কার্যক্রম সম্পন্ন হয়েছে।
গত ২৬ নভেম্বর বন বিভাগ পরিচালিত উচ্ছেদ অভিযানে প্রায় ৬.০ একর সরকারি জমি দখলমুক্ত করা হয়। উদ্ধার হওয়া এই জমিতে পর্যায়ক্রমে এপর্যন্ত বিভিন্ন প্রজাতির প্রায় ১০ হাজার চারা রোপণ করা হয়েছে।
রোপণকৃত চারার মধ্যে রয়েছে গর্জন, নিম, আমলকী, জারোল, অর্জুন, কড়ই, রক্তচন্দন, বহেরা ও অন্যান্য দেশীয় ফলজ ও বনজ প্রজাতি।
রাজেন্দ্রপুর পূর্ব বিট কর্মকর্তা ফেরদৌস আহমেদ জানিয়েছেন, চারা রোপণের মাধ্যমে একদিকে বনজ সম্পদ সংরক্ষণ হবে, অন্যদিকে স্থানীয় পরিবেশের ভারসাম্য রক্ষায় ইতিবাচক প্রভাব ফেলবে।এবং পর্যায় ক্রমে বৃক্ষরোপণের এই ধারাবাহিকতা অব্যাহত রাখা।
উল্লেখ্য, উচ্ছেদ অভিযানটি গত বছরের ২৬ নভেম্বরে ঢাকা বন বিভাগের উদ্যোগে যৌথ বাহিনীর সহায়তায় সিএস দাগ নং ৯/৭/২৫ নম্বর খতিয়ানভুক্ত সরকারি খাস বনের জমিতে পরিচালিত হয়। বন বিভাগ জানিয়েছে, এই জমি ভবিষ্যতে অবৈধ দখল থেকে রক্ষায় নিয়মিত নজরদারি করা হবে।