মোঃ শহিদুল ইসলাম খান সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ভাঙ্গাবাড়ী ইউনিয়ন সহ উপজেলার ৬ টি ইউনিয়ন পরিষদ ও ভূমি অফিস পরিদর্শন করেছেন রাজশাহী বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোহাম্মদ হাবিবুর রহমান।
বৃহস্পতিবার ১৪ আগস্ট সকালে তিনি প্রথমে ভাঙ্গাবাড়ী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে পৌঁছালে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনিক কর্মকর্তা ও জনপ্রতিনিধিগণ, গণ্যমান্য ব্যক্তিবর্গ তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় পরিবেশে এক প্রকার উৎসবমুখরতা বিরাজ করে।
পরিদর্শনকালে অতিরিক্ত বিভাগীয় কমিশনার ইউনিয়ন পরিষদের কার্যক্রম, জন সেবামূলক উদ্যোগ, সেবা প্রদান প্রক্রিয়া এবং ভূমি অফিসের সেবার মান স্বচক্ষে পর্যবেক্ষণ করেন। তিনি সাধারণ মানুষের সুবিধা-অসুবিধা সম্পর্কে খোঁজখবর নেন এবং সরকারি সেবার মান আরও উন্নত করার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। তিনি সরকারি সেবার স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন— বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার
আফরিন জাহান, ভাঙ্গাবাড়ী ইউনিয়ন প্রশাসক ঈমান আলী, প্রবাস নিবন্ধন কর্মকর্তা আবু শাহিন মোল্লা, প্যানেল চেয়ারম্যান আব্দুল কাদের, মোঃ আবু ইলিয়াছ প্যানেল চেয়ারম্যান,
বাংলাদেশ প্রেসক্লাব বেলকুচি শাখার সভাপতি কেরামত আলী তালুকদার , ইউপি সদস্য মোঃ নুরুল ইসলাম তুহিন , মোঃ নুরুন্নবী ,মোঃ আবু সাঈদ, মোঃ আঃ বাতেন , মোঃ বাবলু প্রামানিক, মোঃ শাহআলম মন্ডল, মোছাঃ এলিনা খাতুন , মোছাঃ জেসমিন বেগম, মোছাঃ নাসরিন হোসেন
আকন্দ সহ -স্থানীয় সুধীজনরা উপস্থিত ছিলেন ।