1. live@www.dainikbangladeshpratidin.online : দৈনিক বাংলাদেশ প্রতিদিন : দৈনিক বাংলাদেশ প্রতিদিন
  2. info@www.dainikbangladeshpratidin.online : দৈনিক বাংলাদেশ প্রতিদিন :
বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ০৭:১৩ অপরাহ্ন
শিরোনাম :
ধানের শীষে ভোট চেয়ে শ্রমিক দলের সাধারণ সম্পাদক ফজলুল করিম লাকির নেতৃত্বে লিফলেট বিতরণ রামপালে রেলওয়ে স্টেশন চালুর দাবিতে এলাকাবাসীর স্বারকলিপি প্রদান বেলকুচিতে দেলুয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার শিক্ষার্থী বিদ্যুৎপৃষ্ঠে নিহত ১ জন আহত ১জন – “দি ইউনিভার্সিটি অফ কুমিল্লার সনদ দিয়ে এমপিও বেতন করতে কোন সমস্যা বাধা নেই, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ও শিক্ষা মন্ত্রণালয় অনুমতি অনুমোদন প্রাপ্ত, সরকারি ভাবে শিক্ষক, প্রভাষক, গ্ৰন্থাগারিক নিয়োগ প্রাপ্তদের তাদের বেতন ও এমপিও পেতে কোন বাধা নেই। ধর্মপাশা উপজেলা নবগঠিত প্রেসক্লাবের দুই বছর মেয়াদি কমিটি গঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বেলকুচি উপজেলায় আলোচনা ও নির্বাচনী প্রচারনা সভা অনুষ্ঠিত- ইসলামী আন্দোলন বাংলাদেশ দৌলতপুর ইউনিয়ন শাখার উদ্যোগে কর্মী সম্মেলন অনুষ্ঠিত – বেলকুচি থানা পুলিশ প্রশাসন তৎপরতায় বৃদ্ধ ফিরে পেল তার পরিবার – বাগেরহাটের সংসদীয় আসন ৪ টি ই থাকবে, নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অবৈধ- হাইকোর্ট

জাতীয় শোক দিবস উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার বাণী

জাতীয় দৈনিক বাংলাদেশ প্রতিদিন প্রত্রিকার সম্পাদক ও প্রকাশক চেয়ারম্যান সাংবাদিক মোঃ রিদুয়ান চৌধুরী 01307869794,01783309708
  • প্রকাশিত: শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
  • ৫০ বার পড়া হয়েছে

 

স ম জিয়াউর রহমান:
আজ ১৫ই আগস্ট—বাঙালি ও বাংলাদেশের ইতিহাসে এক গভীর বেদনা ও শোকের দিন। বাঙালির স্বাধীনতা সংগ্রামের মহানায়ক, স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার বিষাদময় ঘটনার ৫০ বছর হলো আজ। গভীর শোক ও শ্রদ্ধায় স্মরণ করছি ইতিহাসের অন্যতম বর্বরতার শিকার বঙ্গবন্ধু, তাঁর পরিবার ও সকল শহিদকে।

১৯৭৫ সালে সংঘটিত এই হত্যাকাণ্ড কেবল একজন মানুষকে শারীরিকভাবে নিশ্চিহ্ন করার উদ্দেশে ছিল না; এই হত্যাযজ্ঞের উদ্দেশ্য ছিল একটি জাতি, তার আদর্শ, তার স্বপ্ন, তার প্রত্যাশা ও তার সম্ভাবনাকে চিরতরে নির্মূল করা। মানুষের শারীরিক সত্ত্বাকে নিঃশেষ করার পরও সেই চিরজাগরুক স্বপ্নকে ধারণ করে বুক চিতিয়ে দাঁড়িয়ে থাকা ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িটিকে যখন গুঁড়িয়ে দেওয়া হয়, তখন মানুষ বুঝে যায় বঙ্গবন্ধুর আত্মাকে বাঙালি জাতির মনন থেকে, ইতিহাস থেকে মুছে ফেলার হীন অভিযান শেষ হয়নি। তার সাক্ষ্য দিচ্ছে, বুলডোজারের আঘাতে আঘাতে জর্জরিত ৩২ নম্বরের বুক। আগস্ট হত্যাকাণ্ডের ক্ষত নিয়ে ওই বাড়ির বিদীর্ণ কাঠামো বাঙালি ও বাংলাদেশের ভয়াবহতম সংকটকালকে নির্দেশ করছে। আগস্ট হত্যাকাণ্ডের ৫০ বছরের মাথায় বাংলাদেশ ও বঙ্গবন্ধুকে মুছতে ব্যর্থ শত্রুশিবির জড় কাঠামোকেও জর্জরিত করেছে। বঙ্গবন্ধু রচিত আদর্শের ভিত্তিকাঠামোর এই বাংলাদেশই তাদের শত্রু। সেই ১৯৫২ থেকে আজ অবধি সেই চক্রই ইতিহাসের সামনে আগুয়ান চাকা উল্টো করে দিতে চায়।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন বিশ্বে সূচিত উপনিবেশবাদবিরোধী জাতীয়তাবাদী সংগ্রামের অন্যতম প্রধান অগ্রনায়ক। তার রাজনীতি ছিল সাম্রাজ্যবাদ ও উপনিবেশবাদবিরোধী সংগ্রামের অবিচ্ছেদ্য অংশ। তিনি বুঝতেন—রাজনৈতিক স্বাধীনতার পাশাপাশি অর্থনৈতিক মুক্তি, সামাজিক ন্যায়বিচার ও সাংস্কৃতিক স্বকীয়তা রক্ষা ছাড়া একটি জাতি পূর্ণ স্বাধীন হতে পারে না। তাঁর দর্শন ছিল গ্রামভিত্তিক অর্থনীতি, স্বনির্ভর উৎপাদন এবং বিশ্বপরিসরে সমমর্যাদা অর্জনের জন্য দৃঢ় অবস্থান। বৈদেশিক চাপ, হুমকি বা প্রলোভনের কাছে তিনি কখনও নতিস্বীকার করেননি।

আজ, স্বাধীনতার পাঁচ দশক পরে, আমরা আবারও দেখতে পাচ্ছি—বাংলাদেশ সাম্রাজ্যবাদী শক্তির প্রতিযোগিতা ও প্রভাবের মঞ্চে পরিণত হয়েছে। অভ্যন্তরীণ ষড়যন্ত্র, বৈদেশিক হস্তক্ষেপ ও অর্থনৈতিক শোষণের নতুন রূপ আমাদের সামনে চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এই সময়ে বঙ্গবন্ধুর শিক্ষা আমাদের সবচেয়ে বড় শক্তি। যতদিন বাংলাদেশ রাষ্ট্র থাকবে, বাঙালি জাতি থাকবে, ততদিন বঙ্গবন্ধুর স্মৃতি ও আদর্শ পুনর্জাগ্রত হবে।

আমি বাংলাদেশের সকল নাগরিককে বলতে চাই, দৃঢ়ভাবে উচ্চারণ করতে চাই, ৩২ নম্বরের ধ্বংসস্তূপ থেকে বঙ্গবন্ধু, বাংলাদেশ ও বাঙালির বিজয় নিশান আমরা আবার উড়াবো। উড়াবোই।

জয় বাংলা। জয় বঙ্গবন্ধু।
আঁধার কেটে ভোর হোক
বাংলাদেশ চিরজীবী হোক।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট